বিয়ের মেহেদি শুকানোর আগেই লাশ হলেন রোহিঙ্গা যুবক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২৩, ১৫:০১
অ- অ+

কক্সবাজার টেকনাফের হ্নীলা থেকে এক রোহিঙ্গা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার যুবক উপজেলার মোচনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের করিম উল্লাহর পুত্র কাশেম।

কাশেমের বিয়ে হয়েছে এখনো মাস পার হয়নি।

রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হ্নীলা স্টেশনের উত্তর পাশে ইদগাহ মাঠ সংলগ্ন লবণের মাঠ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। লাশের মুখমণ্ডল রক্তাক্ত ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

নিহত কাশেমের মা রশিদা বেগমের দাবি, তার ছেলে রাগ করে ইদের শপিং করেনি। পরে তার কিছু বন্ধুবান্ধব ইদ শপিং করানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে যায় কাশেমকে। এরপর তাকে হত্যা করেছে। তবে যে সিএনজিচালিত অটোরিকশা দিয়ে তাকে ইদ শপিংয়ের কথা বলে নেয়া হয়েছিল, সেই অটোরিকশার চালককে স্থানীয়রা আটক করেছে বলে জানান নিহতের মা রশিদা।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম বলেন, খবর পেয়ে ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গভীর রাত হলেই পদ্মায় শুরু হয় বালু উত্তোলনের মহোৎসব
দিনাজপুরে সড়কে ২ মোটরসাইকেল আরোহী নিহত
ভয়াবহ ধস নেমেছে ভারতের পর্যটন শিল্পে
সখীপুরে ইয়াবাসহ নারী কারবারি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা