বিয়ের মেহেদি শুকানোর আগেই লাশ হলেন রোহিঙ্গা যুবক

কক্সবাজার টেকনাফের হ্নীলা থেকে এক রোহিঙ্গা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার যুবক উপজেলার মোচনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের করিম উল্লাহর পুত্র কাশেম।
কাশেমের বিয়ে হয়েছে এখনো মাস পার হয়নি।
রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হ্নীলা স্টেশনের উত্তর পাশে ইদগাহ মাঠ সংলগ্ন লবণের মাঠ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। লাশের মুখমণ্ডল রক্তাক্ত ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
নিহত কাশেমের মা রশিদা বেগমের দাবি, তার ছেলে রাগ করে ইদের শপিং করেনি। পরে তার কিছু বন্ধুবান্ধব ইদ শপিং করানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে যায় কাশেমকে। এরপর তাকে হত্যা করেছে। তবে যে সিএনজিচালিত অটোরিকশা দিয়ে তাকে ইদ শপিংয়ের কথা বলে নেয়া হয়েছিল, সেই অটোরিকশার চালককে স্থানীয়রা আটক করেছে বলে জানান নিহতের মা রশিদা।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম বলেন, খবর পেয়ে ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেয়া হবে।
(ঢাকাটাইমস/২৩এপ্রিল/এলএ)

মন্তব্য করুন