উল্লাপাড়ায় পুকুর নিয়ে সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ৫

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মসজিদের একটি পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে জামাল উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৮টার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের এলাংজানি গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন। ঘটনার পর এর সঙ্গে জড়িত সন্দেহে ৯ জনকে আটক করেছে পুলিশ।
নিহত জামাল উদ্দিন একই এলাকার মোশারফ হোসেনের ছেলে। আহতরা হলেন- মুকুল (৪৫), শাহ আলম (৪৮), মোশারফ হোসেন (৭০), ইমরান হোসেন (২৩), জুলমত (৬০)। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) অমৃত কুমার সূত্রধর বলেন, এলাংজানি গ্রামের মসজিদের একটি পুকুরকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। একটি পক্ষ পুকুরটি লিজ নিয়ে চাষ করছিল। তারা নাকি লাভকৃত টাকা মসজিদে দিত। এদিকে অন্য পক্ষটি রবিবার পুকুরে মাছ ধরতে এলে প্রতিপক্ষ বাধা দেয়। এ সময় দুপক্ষের সংঘর্ষ বেঁধে গেলে সংঘর্ষে একজন নিহত হন। নিহত ব্যক্তি প্রতিপক্ষকে মাছ ধরতে বাধা দেন।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে পক্ষটি মারামারির প্রস্তুতি নিয়েই পুকুরে মাছ ধরতে এসেছিল। তবে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
(ঢাকাটাইমস/২৩এপ্রিল/এলএ)

মন্তব্য করুন