রাজবাড়ীতে জানালা দিয়ে ছাত্রলী‌গ নেতাকে গু‌লি করে হত্যা

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২৩, ০৮:১১
অ- অ+

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ সুমন সবুজকে (২৮) নিজ বাড়ির জানালা দিয়ে গুলি করা হয়েছে।

রবিবার রাত সাড়ে ১০টার দিকে জানালা দিয়ে দুর্বৃত্তরা গুলি চালালে তিনি আহত হন। পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। সুমন সবুজ উড়াকান্দা গ্রামের বাসিন্দা শামসুল আলমের ছেলে।

এই ঘটনায় সজীব শেখ (২৭) নামে আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন। তিনি ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত সবুজ উড়াকান্দার সামছুল আলম বাবুর ছে‌লে। এছাড়া তিনি বরাট ইউনিয়ন আওয়‌ামী লী‌গের সাধারণ সম্পাদক ফ‌রিদ উদ্দিনের ভা‌তিজা। আর আহত স‌জিব উড়াকান্দার সোনাই সরদারের ছে‌লে।

নিহত সবু‌জের চাচি আলেয়া বেগম জানান, রা‌তে কয়েকজনকে নিয়ে নিজের রু‌মে ব‌সে ব্যবসার হিসাব কর‌ছি‌লেন সবুজ। এসময় কে বা কারা অন্ধকারে সবু‌জের রু‌মের জানালা দি‌য়ে গু‌লি ক‌রে পা‌লি‌য়ে যায়। এতে সবুজসহ দুজন গুলিবিদ্ধ হন। প‌রে তা‌দের উদ্ধার ক‌রে প্রথ‌মে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থে‌কে ফ‌রিদপুর নেওয়ার প‌থে মার‌া যান সবুজ।

রাজবাড়ী জেলা ছাত্রলী‌গের সাধারণ সম্পাদক জা‌হিদুল ইসলাম জা‌হিদ বলেন, সবুজ খুব ভালো ও দক্ষ ছাত্রলীগ কর্মী ছি‌লেন। সন্ত্রাসী‌দের গু‌লি‌তে তিনি নিহত হ‌য়ে‌ছেন ।

এ সময় এ ঘটন‌ায় জড়িতদের দ্রুত শনাক্ত ক‌রে গ্রেপ্তারের দা‌বি জানান জেলা ছাত্রলী‌গের সাধারণ সম্পাদক।

এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত‍্যার তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টাও অব্যাহত রয়েছে।

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘ঝংকার’, জানুন কতদিন সক্রিয় থাকবে
আজ আবারও শাহবাগ ব্লকেড
শুভ বুদ্ধপূর্ণিমা আজ
যুদ্ধবিরতিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় বললেন শাহবাজ শরিফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা