নেতাকর্মীদের আচরণে মানুষ যেন কষ্ট না পায়: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২৩, ১৮:৫৫

চাঁদপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, রাজনৈতিক কর্মীদের আচরণে যেন কোনো মানুষ কষ্ট না পায়- সেদিকে দৃষ্টি রাখতে হবে সকল নেতাকর্মীর। একজন গ্রামের, চরাঞ্চলের ও শহরের বস্তির মানুষ যারা আমাদের পাশে বসবাস করেন, তারা তো শেখ হাসিনাকে দেখছেন না, চিনেন না, তারা আওয়ামী লীগের কর্মী হিসেবে আমাদের দেখছেন ও চিনছেন। তারা আমাদের দিকে তাকিয়ে এবং হিসাব-নিকাশ করেই নৌকায় ভোট দেওয়ার চিন্তা করছেন।

সোমবার চাঁদপুর শহরের নতুন বাজার মন্ত্রীর নিজ বাসভবনে ঈদ পরবর্তী আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতিবিনিময়কালে এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শেখ হাসিনাকে নিয়ে দেশের সবার স্বপ্ন, তার প্রতি সবার শ্রদ্ধা এবং ভালোবাসা। কিন্তু আমরা যারা তার কর্মী হিসেবে কাজ করি, আমরা সেই ভালোবাসার জায়গাটি ধরে রাখতে পারছি কিনা- সেটাও দেখতে হবে আমাদের। আমার আচরণে যদি নৌকার ভোট নষ্ট হয়, সেটা তো খুবই খারাপ কথা ও দুঃখজনক। তাহলে আমাদের সবার সচেতন থাকতে হবে। কোনো কাজে কিংবা আচরণে কেউ যেন কষ্ট না পায় এবং নৌকার সমর্থন থেকে যেন সরে না যায়।

দীপু মনি বলেন, বিভিন্ন কাজে আমরা আমাদের বন্ধু-বান্ধবের পাশে দাঁড়াই। কিন্তু আমাদের চিন্তা করতে হবে আমি যে কাজে তার পাশে দাঁড়াচ্ছি, সে কাজটি সঠিক কিনা। একজন মানুষের জন্য তার পরিবার গুরুত্বপূর্ণ, কিন্তু যিনি রাজনীতি করেন, তার কাছে পরিবারের চাইতে বড় দেশ ও দেশের জনগণ।

তিনি বলেন, পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর শেষ হয়েছে। আমাদের এখন নির্বাচনী কাজ করতে হবে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সাধারণ মানুষের কাছে যেতে হবে। আশা করি, আপনারা অবশ্যই প্রত্যেকের জায়গা থেকে কাজগুলো করবেন।

চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুলের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, মজিবুর রহমান ভুঁইয়া, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক রনজিত রায় চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান ও জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজিসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বরিশাল-৪: স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথের প্রার্থিতা বাতিল চেয়ে শাম্মী আহমেদের আপিল

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আমুকে ইসিতে তলব

ময়মনসিংহ-৯: আ.লীগ মনোনীত আব্দুস সালামের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর আপিল

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের যৌক্তিক কারণ দেখছেন না ওবায়দুল কাদের

স্বাধীনভাবে চলাফেরাসহ সরকার সব মৌলিক অধিকার হরণ করেছে: দেলাওয়ার হোসেন

ফরমায়েশি রায় ও গুপ্তহত্যার পথ বেছে নিয়েছে সরকার: জামায়াত

মন্ত্রীদের কার কত সম্পদ

ঢাকা-১৭ আসনে জাপার জিএম কাদের নাকি সালমা ইসলাম?

শেখ হাসিনার জনপ্রিয়তা আ. লীগের সবচেয়ে বড় শক্তি: নাছিম

মানববন্ধনে পুলিশের অনুমতি নিতে হবে কেন: ঢাকা টাইমসকে রিজভী

এই বিভাগের সব খবর

শিরোনাম :