ঈদ শেষেও যাত্রীর চাপ নেই দৌলতদিয়ায়, নির্বিঘ্নে কর্মস্থলে ফিরছেন মানুষ

প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন দক্ষিণবঙ্গের মানুষ। তবে যাত্রী ও যানবাহনের চাপ নেই দৌলতদিয়া ফেরিঘাট ও লঞ্চঘাটে। ভোগান্তি ছাড়াই যাত্রীরা পদ্মা পার হয়ে ফিরতে পারছেন তাদের কর্মস্থলে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া ঘাট এলাকায় গিয়ে এমন চিত্র দেখা যায়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ঈদ শেষ করে মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। তবে আগের মতো ঘাটে কোনো যানজট বা চাপ নেই।
ঈদের ছুটি শেষে সোমবার প্রথম অফিস ডে। তাই যাত্রীর চাপ কম। মঙ্গলবার থেকে হয়তো যাত্রীর চাপ কিছুটা বাড়বে। তবে যাত্রীরা স্বস্তিতেই পদ্মা পার হতে পারবেন। বর্তমানে এই নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপারের জন্য ২০টি ফেরি চলাচল করছে। ফলে কোন গাড়িকেই ঘাটে এসে এখন আর বসে থাকতে হয় না, দালাল ধরতে হয় না।
সরেজমিনে ঘাটে গিয়ে দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়ক ফাঁকা। দৌলতদিয়ার জিরো পয়েন্ট ও দৌলতদিয়া বাস টার্মিনালে নেই যাত্রীর ভিড়। দূরপাল্লার যাত্রীবাহী বাসগুলোর নেই কোনো দীর্ঘ সারি। ফলে ঢাকাগামী বাসগুলো সরাসরি এসে ফেরির নাগাল পাচ্ছে। যানবাহন না থাকায় অল্পসংখ্যক যানবাহন নিয়েই প্রতিটি ফেরি পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যাচ্ছে।
অপরদিকে, লঞ্চঘাট এলাকায়ও একই চিত্র। লোকাল পরিবহনের যাত্রীরা সরাসরি ঘাটে এসে লঞ্চের দেখা পাচ্ছেন। তবে, লঞ্চে ঢাকামুখী যাত্রীর চেয়ে ঢাকাফেরত যাত্রীর চাপ বেশি লক্ষ্য করা গেছে।
ঘাট সংশ্লিষ্টরা জানান, ঈদ শেষে মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করলেও চাপ নেই দৌলতদিয়া ফেরিঘাট ও লঞ্চঘাটে। ভোগান্তি ছাড়াই ফেরির নাগাল পাচ্ছেন কর্মস্থলগামী এসব মানুষ। এছাড়া লোকাল যাত্রীরাও নির্বিঘ্নে লঞ্চে পাড়ি দিচ্ছেন পদ্মা। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই এই রুটে যাত্রী ও যানবাহনের চাপ কমে গেছে বলে জানান তারা।
ঢাকাগামী যাত্রী বিশ্ববিদ্যালয় ছাত্রী সোহেলী আক্তার বলেন, ঘাটে কোনো যানবাহনের সিরিয়াল নেই। যাত্রীর চাপ নেই। ঘাটে এসেই সরাসরি ফেরির নাগাল পেয়েছি। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই আমরা দক্ষিণবঙ্গের মানুষ স্বস্তিতে ঈদযাত্রা করতে পারছি।
আরেক যাত্রী পেঁয়াজ ব্যবসায়ী মোস্তফা মণ্ডল জানান, পদ্মা সেতু চালু হওয়ার আগে যেখানে ঘাটে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো, এখন সেখানে ঘাটে আসা মাত্রই ফেরির দেখা পাচ্ছি। ঘাটে কোনো ভোগান্তি নেই। এখন রাজবাড়ীর যে কোন হাট থেকে পেঁয়াজ কিনে লোড দিয়ে বিকালেই কারওয়ান বাজার আড়তে চলে যাওয়া যায়।
কুষ্টিয়া-ঢাকাগামী রোজিনা পরিবহনের চালক শমসের আলী বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে ঘাটে কোনো যানজট ও সিরিয়াল নেই। ঘাটে এলেই সরাসরি ফেরি পাওয়া যায়। আজকেও ঢাকাগামী যাত্রীর তেমন চাপ নেই।
বিআইডব্লিউটিএ দৌলতদিয়া লঞ্চঘাটের ট্রাফিক পরিদর্শক আফতাব হোসেন বলেন, দৌলতদিয়ায় সেই আগের মতো আর যাত্রীর চাপ নেই, ভোগান্তিও নেই। যাত্রী যারা আসছেন তারা সরাসরি ঘাটে এসে লঞ্চের দেখা পাচ্ছেন। বর্তমানে যাত্রী পারাপারের জন্য ১৬টি লঞ্চ চলাচল করছে।
(ঢাকাটাইমস/২৪এপ্রিল/এলএ)

মন্তব্য করুন