ইচ্ছার বিরুদ্ধে পাত্র দেখতে যাওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২৩, ২১:১১

নওগাঁর রাণীনগরে নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ের জন্য পাত্র দেখতে যাওয়ায় গুলশানা আক্তার (১৩) নামে এক অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার সকালে তার মা ও নানা পাত্র দেখতে গেলে নিজ বাড়িতে আত্মহত্যা করে গুলশানা। এ ঘটনায় দুপুরে ওই স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত স্কুলছাত্রী গুলশানা আক্তার সদর ইউনিয়নের সিংড়াডাঙ্গা গ্রামের সৌদি প্রবাসী গুলজার হোসেনের মেয়ে। সে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে লেখাপড়া করত।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, স্কুলছাত্রী গুলশানার এক ছেলে সাথে প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কটি তার পরিবার মেনে না নিয়ে অন্যথায় বিয়ের জন্য বেশকিছু দিন ধরে চাপ দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গুলশানার মা ও নানা সোমবার সকালে তাকে বাড়িতে রেখে নওগাঁ শহরে তার জন্য একটি পাত্র দেখতে যান। তারা পাত্রে বাড়িতে পৌঁছানোর আগেই গুলশানা ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। এ সময় তার পরিবারের অন্য সদস্য গুলশানাকে ঝুলন্ত দেখতে পায়। এমতাবস্থায় স্থানীয়দের সহযোগিতায় গুলশানাকে ঝুলন্ত অবস্থায় নামিয়ে চিকিৎসার জন্য রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক গুলশানাকে মৃত ঘোষণা করেন।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, স্কুলছাত্রী গুলশানার মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গুলশানার পরিবারের পক্ষ থেকে থানায় ইউডি মামলা করেছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি- ওই স্কুলছাত্রীর প্রেমের সম্পর্ক তার পরিবার মেনে না নিয়ে অন্যথায় পাত্র দেখতে যাওয়ার কারণে হয়তো সে আত্মহত্যা করেছে।

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সিদ্ধিরগঞ্জে বস্তাবন্দি স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় এখনো মামলা হয়নি

মফস্বল সাংবাদিকেদের ওয়েজ বোর্ডের আওতার আনার দাবি

আ.লীগ বিভ্রান্তিকর কথা বলে নিজেদের ভেতরকার অস্থিরতা আড়াল করছে: প্রিন্স

‘ওরাল ক্যান্সার’ সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর

‘মনে হয় আত্মহত্যা করি, তাতে যদি বেঁচে যাই!’

ফেলোশিপে সিঙ্গাপুর যাচ্ছেন সাতক্ষীরা মেডিকেলের ডা. মাহমুদুল হাসান

গাজীপুরে দুর্ঘটনা: দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

শ্রীপুরে তীব্র দাবদাহে ঝরে পড়ছে লিচু

চেয়ারম্যানের উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে

ট্রাকের পেছনে মুরগিবোঝাই পিকআপের ধাক্কা, নিহত ২

এই বিভাগের সব খবর

শিরোনাম :