কৃষকদের সাথে হাওরে ধান কাটলেন মৌলভীবাজারের ডিসি

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
  প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২৩, ২০:৫৮
অ- অ+

মৌলভীবাজারের হাওর এলাকায় স্থানীয় কৃষকদের সাথে বোরো ধান কাটলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। শনিবার দুপুরে সদর উপজেলার কাউয়াদিঘি হাওরের মিরপুর এবং রাজনগর উপজেলার কাশিমপুর পাম্প হাউজের পাশে বোরো ধান কাটেন তিনি।

স্থানীয় কৃষকদের উৎসাহ দিতে এই উদ্যোগ বলে জানা গেছে। পরে জেলা প্রশাসক যান্ত্রিক উপায়ে বোরো ধান কর্তন মাঠ পরিদর্শন করেন।

এসময় জেলা প্রশাসক কৃষকদের পরামর্শ দিয়ে বলেন, রোরো ধান কাটা এক সপ্তাহের মধ্যে শেষ হবে। তিনি ব্রি ধান ২৮ ও ২৯ চাষ না করার অনুরোধ জানিয়ে ব্রি ৮৮ এবং ব্রি ৮৯ চাষ করার পরামর্শ দেন।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের ইতোমধ্যে ভর্তূকি দেয়া শুরু হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাছুদ্দিন আহমদ, স্থানীয় কৃষক, জেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তা। চলতি মৌসুমে বোরো আবাদ হয়েছে ৬০ হাজার ৫৭ হেক্টর জমি। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লক্ষ ২৯ হাজার মেট্রিক টন।

(ঢাকাটাইমস/২৯এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইভীকে বহনকারী পুলিশের গাড়িতে হামলা, আহত ৫
বিএনপির সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্য কার্টার সেন্টারের প্রতিনিধি দলের বৈঠক
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে: মঈন খান
নির্বাচন বিলম্বিত হলে জনগণই রাস্তায় নামবে: ফারুক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা