আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে আম পাড়ার সময়সীমা থাকছে না এ বছর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ মে ২০২৩, ১৪:০৪| আপডেট : ০৩ মে ২০২৩, ১৫:২৬
অ- অ+

আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে আম পাড়ার কোনো ধরনের সময়সীমা থাকছে না এ বছর। পরিপক্ব হলেই আম পাড়তে পারবে আমচাষি ও আম ব্যবসায়ীরা। নিরাপদ আম বিপণনে মনিটরিং সেট গঠন করা হবে জেলাজুড়ে বললেন জেলা প্রশাসক একেএম গালিভ খান।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ম্যাংগো ক্যালেন্ডার প্রণয়ন, নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন, বিপণন ও বাজারজাতকরণের লক্ষ্যে আমচাষি ও ব্যবসায়ীদের নিয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আম শেষ না হওয়া পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। যাতে করে কৃষক যেন ন্যায্যমূল্য পায়। সেই সাথে কেউ যেন ওজনে বেশি নিতে না পারে সেই দিকেও নজর দেওয়া হবে। আমচাষি ও ব্যবসায়ীরা অপরিপক্ব আম বাজারজাত করলে কঠোরভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বছর আম উৎসব করার কথাও বলেন তিনি।

ঘণ্টাব্যাপী মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন হোসেন, কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম প্রমুখ।

(ঢাকাটাইমস/০৩মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ সংগঠন কর্মকাণ্ড চালালেই ব্যবস্থা: রেজাউল মল্লিক
শ্রীপুরে পিকআপের ধাক্কায় সিএনজিচালক নিহত
আওয়ামী লীগ নিষিদ্ধের গেজেট প্রকাশের পরই নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি
ভারতের রাফাল ধ্বংসকারী চীনা যুদ্ধবিমান জে-১০সি কিনতে যাচ্ছে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা