বরিশালে আগুনে পুড়ল ৭ দোকান, ঘুমিয়ে থাকা ব্যবসায়ীর মৃত্যু

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ মে ২০২৩, ১৩:৫৮| আপডেট : ০৮ মে ২০২৩, ১৪:১৪
অ- অ+

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ভয়াবহ আগুনের ঘটনায় সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় ঘুমন্ত অবস্থায় থাকা সাগর চন্দ্র পাল (২৮) নামে এক মুদি দোকানির মৃত্যু হয়েছে।

সোমবার ভোররাত ৩টার দিকে বাকেরগঞ্জ উপজেলার নেয়ামতি ইউনিয়নের নতুন বাজারে এ আগুনের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা আব্দুল কুদ্দুস।

তিনি জানান, রাত ৩টার দিকে নতুন বাজারে আগুন লাগার বিষয়টি জানতে পারি। তাৎক্ষণিক ঘটনাস্থলে আমাদের ও বরগুনার বেতাগী ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ করে। ২০ মিনিটের চেষ্টায় আগুন নেভানো গেলেও পুরোপুরি নির্বাপণ হয়েছে ভোর ৫টার দিকে।

তিনি বলেন, আগুনে মুদি দোকান, ফলের দোকান, চায়ের দোকান, ফার্মেসিসহ সাতটি দোকান পুড়ে গেছে। আর মুদি দোকানের মধ্য থেকে দোকানি সাগর চন্দ্র পালের পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে।

মৃত সাগর চন্দ্র পাল নেয়ামিত ইউনিয়নের ঢালমারা এলাকার বাসিন্দা হলেও তিনি রাতে দোকানের মধ্যেই ঘুমাতেন বলে জানিয়েছেন অন্য ব্যবসায়ীরা।

পুরো অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক ২৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়ে ফায়ার স্টেশনের এ কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মুদি দোকান থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের এ সূত্রপাত হতে পারে।

(ঢাকাটাইমস/০৮মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
জুলাই আন্দোলনে শহীদ মুত্তাকিনের অসুস্থ স্ত্রীর খোঁজ নিলেন তারেক রহমান
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় সাবেক বিএনপি নেতা গ্রেপ্তার ‎
জামায়াতসহ কিছু দল নির্বাচন নিয়ে ডাবল স্ট্যান্ডবাজি করছে: রিজভী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা