মানিকগঞ্জে চোরাই মোটরসাইকেল ও হেরোইনসহ গ্রেপ্তার ৩

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ মে ২০২৩, ১৪:৪৮| আপডেট : ১২ মে ২০২৩, ১৫:০১
অ- অ+

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় পৃথক অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেল ও ৩০ গ্রাম হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

শুক্রবার দুপুর ১টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক আবুল কালাম।

গ্রেপ্তারকৃতরা হলেন- মানিকগঞ্জের ঘিওর উপজেলার আগুনপুর গ্রামের মো. সাব্বির শেখ, শিবালয় উপজেলার বরংগাইল গ্রামের নাহিদুজ্জামান জনি ও ফেচুয়াধারা গ্রামের মো. পলাশ খান।

পুলিশ পরিদর্শক আবুল কালাম জানান, বৃহস্পতিবার বিকালে শিবালয় উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করেন এসআই মো. আব্দুল কুদ্দুস ও এসআই মো. নাজমুল আলম। অভিযানে উপজেলার কাতরাসিন এলাকার ভাই ভাই হোটেলের সামনে থেকে একটি চোরাই মোটরসাইকেলসহ সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। অপর অভিযানে উপজেলার বরংগাইল এলাকা থেকে ৩০ গ্রাম হেরোইনসহ জনি ও পলাশকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধার ৩০ গ্রাম হেরোইন ও চোরাই মোটরসাইকেলের আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় শিবালয় থানায় দুইটি পৃথক মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

(ঢাকাটাইমস/১২মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা