তৃতীয় উইকেট জুটি ভাঙলেন শরিফুল

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ১২ মে ২০২৩, ২০:০৬ | প্রকাশিত : ১২ মে ২০২৩, ১৯:৪৩

বৃষ্টি বিঘ্নিত ম্যাচের শুরুতেই চাপে পড়ে স্বাগতিক আয়ারল্যান্ড। ইতিমধ্যেই দুই ‍উইকেট হারিয়েছে আইরিশরা। তবে তৃতীয় উইকেট জুটিতে চাপ সামলে সামনে নেয়। এবার সেই জুটি ভাঙলেন শরিফুল ইসলাম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৩.৩ ওভারে আয়ারল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ১১৪ রান।

এখন ৫৯ রানে হ্যারি টেক্টর ও শূন্যরানে লরকান টাকার অপরাজিত রয়েছেন।

ম্যাচের শুরুতে টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। টস হেরে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের করা প্রথম ওভারেই ব্যক্তিগত শূন্যরানে সাজঘরে ফেরেন আইরিশ ওপেনার পল স্টার্লিং। আরেক ওপেনার স্টেফেন ডোহেনি করেন ১২ রান।

তবে তৃতীয় উইকেট জুটিতে দলনেতা অ্যান্ডি বালবির্নিকে নিয়ে সামলে নেন হ্যারি টেক্টর। এ সময় দুজন মিলে গড়েন ৯৮ রানের জুটি। টেক্টর ব্যক্তিগত ফিফটি তুলে নেন। একই পথে ছিলেন বালবির্নিও। কিন্তু শরিফুলের বলে ব্যক্তিগত ৪২ রানে ফিরেছেন তিনি।

(ঢাকাটাইমস/১২মে/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :