প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা বার্তা

ঢাকা টাইমস সাহসিকতার সঙ্গে মানুষের আশা আকাঙ্ক্ষার কথা তুলে ধরছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ মে ২০২৩, ১৫:০৯| আপডেট : ১৭ মে ২০২৩, ১৫:৫৭
অ- অ+

অগণিত অনলাইন মিডিয়ার যুগে সুস্থ ধারার গণমাধ্যমের টিকে থাকা কঠিন বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমন প্রেক্ষাপটে ‘ঢাকা টাইমস’ এক দশক ধরে সাহসিকতার সঙ্গে মানুষের আশা-আকাঙ্ক্ষার কথা তুলে ধরছে, এটি গর্বের বিষয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব।

১৪ মে ছিল ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকমের এগারোতম জন্মদিন। আত্মপ্রকাশের ১০ বছর পেরিয়ে একাদশ বর্ষে পদার্পণ করেছে পাঠকপ্রিয় এই সংবাদমাধ্যম।

আরও পড়ুনঃ- ঢাকা টাইমসের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

ঢাকা টাইমসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্পাদকসহ গণমাধ্যম প্রতিষ্ঠানটির সকল সাংবাদিক ও কর্মীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান মির্জা ফখরুল।

এক শুভেচ্ছা বার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘ঢাকা টাইমস নিউজ পোর্টাল দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্বাধীনতা-মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে ধারণ করে প্রতিষ্ঠানটি দেশ ও জাতির বিকাশে অবদান রাখছে।’

আরও পড়ুনঃ- বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় ঢাকা টাইমসের ভূমিকা অব্যাহত থাকুক: অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান

‘ঢাকা টাইমস ১১তম বর্ষে পদার্পণ করছে। আমি মনে করি, ঢাকা টাইমস খুবই সফলভাবে ১০ বছর অতিক্রম করেছে। দিন দিন এটির প্রচার বৃদ্ধি পাওয়ার পাশাপাশি মানুষের কাছে সমাদৃত হচ্ছে এবং পাঠকপ্রিয় হচ্ছে। আমি ঢাকা টাইমসের সার্বিক সাফল্য কামনা করছি।’

মির্জা ফখরুল বলেন, ‘অগণিত অনলাইন মিডিয়ার যুগে সুস্থ ধারার গণমাধ্যমের টিকে থাকা কঠিন। সেই অবস্থায় ১১ বছর যাবত ঢাকা টাইমস সাহসিকতার সাথে মানুষের আশা-আকাঙ্ক্ষার কথা তুলে ধরে তাদের সততা ও ন্যায়নিষ্ঠতা অব্যাহত রেখেছে, এটা গর্বের বিষয়। ঢাকা টাইমস এই ধারা অব্যাহত রাখবে বলে আমি আশাবাদী।

আরও পড়ুনঃ- মুক্ত ও স্বাধীন সংবাদ চর্চার মাধ্যমে দেশ-জাতির সেবা করছে ঢাকা টাইমস: ডিআরইউ

জ্যেষ্ঠ সাংবাদিক আরিফুর রহমান দোলনের হাত ধরে ২০১৩ সালের ১৪ মে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে মূলধারার এই গণমাধ্যম প্রতিষ্ঠান। এর সঙ্গে একে একে যুক্ত হয়েছে আরও দুটি গণমাধ্যম ‘সাপ্তাহিক এই সময়’ ও ‘দৈনিক ঢাকা টাইমস’।

ঢাকা টাইমস প্রকাশনার আগে সম্পাদক আরিফুর রহমান দোলন দেশের সর্বাধিক জনপ্রিয় দৈনিক প্রথম আলোতে বিশেষ প্রতিনিধি, বাংলাদেশ প্রতিদিনে উপসম্পাদক, আমাদের সময়ে উপসম্পাদক ও নির্বাহী সম্পাদক এবং বাংলাভিশনে বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

(ঢাকাটাইমস/১৭মে/জেবি/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা