ঢাকা টাইমসে সংবাদ প্রকাশের পর নগরকান্দার সেই বেইলি ব্রিজ ভেঙে করা হচ্ছে নতুন সেতু

ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মধ্যে দিয়ে বয়ে যাওয়া কুমার নদীর ওপর প্রায় তিন যুগ আগে নির্মিত জোড়াতালি দেওয়া সেই বেইলি ব্রিজটি ভেঙে নতুন সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে। সেতু নির্মাণ ব্যয় ধরা হয়েছে সাড়ে ১৮ কোটি টাকা।
শনিবার বিকালে এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মারুফ হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান সুইট মিয়া, সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী প্রমুখ।
উল্লেখ্য, ২০২১ সালের ২০ মার্চ বালুভর্তি একটি ট্রাক নিয়ে বহুল আলোচিত এই বেইলি ব্রিজটি নদীতে ভেঙে পড়ে যায়। চলতি বছর ২৫ জানুয়ারি ব্রিজটি অপসারণ করে নতুন প্রশস্ত ঢালাই ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধনও অনুষ্ঠিত হয়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তড়িঘড়ি করে জোড়াতালি দিয়ে ব্রিজটি পুনরায় মেরামত করে দিয়ে যায়।
আরও পড়ুন: পাবিপ্রবিতে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে আহত ১০
তবে এতে আতঙ্ক থেকেই যায় যানবাহনের চালকদের মধ্যে। এরপর থেকে ঝুঁকি নিয়েই ঝুঁকিপূর্ণ ব্রিজটি ব্যবহার করা হচ্ছিল। ব্রিজটির বেহাল দশা নিয়ে ২০২২ সালের ২৭ ডিসেম্বর ঢাকা টাইমস অনলাইনে ও পরদিন ২৮ ডিসেম্বর পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
(ঢাকাটাইমস/২১মে/এসএম)

মন্তব্য করুন