সাতক্ষীরায় মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষে ২ কিশোর নিহত

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মে ২০২৩, ০৯:৫২| আপডেট : ২২ মে ২০২৩, ১২:২৭
অ- অ+

সাতক্ষীরায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছেন।

রবিবার রাত ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আকাশ হোসেন (১৭), সে সাতক্ষীরার পাটকেলঘাটা সদরের নজরুল ইসলামের ছেলে। অংকুশ সরকার (১৬), সে পাটকেলঘাটা সদরের নিমাই সরকারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, মোটরসাইকেলে আকাশ ও অংকুশ সাতক্ষীরা থেকে পাটকেলঘাটার দিকে যাচ্ছিলেন। পথিমধ্য বিনেরপোতা এলাকায় পৌঁছালে সাতক্ষীরাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে মোটরসাইকেলে থাকা দুজন নিহত হয়। ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়েছে।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, বিনেরপোতা এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে রয়েছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে ঘাতক ট্রাক ও চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

(ঢাকাটাইমস/২২মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচন বিলম্বিত হলে জনগণই রাস্তায় নামবে: ফারুক
বদলগাছীতে বিএনপি নেতার বাড়ি থেকে রাসিকের সাবেক মেয়রের এপিএস গ্রেপ্তার
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আ.লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনকারীদের নামাজ আদায়
টাঙ্গাইলে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, আহত ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা