ভারতীয় আম্পায়ার যতীন কাশ্যপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ মে ২০২৩, ১৭:১৬
অ- অ+

ভারতীয় আম্পায়ার যতীন কাশ্যপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সম্প্রতি এক সংবাদ বিবৃতিতে দুর্নীতির অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

মূলত দুর্নীতি বিরোধী কোডের দু’টি ধারা ভঙ্গ করেছেন যতীন কাশ্যপ। তবে ঠিক কোন ঘটনার পরিপ্রেক্ষীতে এই অভিযোগ আনা হলো সে বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি আইসিসি।

বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ২০২২ সালের আন্তর্জাতিক ম্যাচগুলোর ওপর তদন্ত করে কাশ্যপের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

আইসিসি আরও জানায়, দুর্নীতি বিরোধী আইনের ২.৪.৬ ও ২.৪.৭ ধারা ভঙ্গ করেছেন কাশ্যপ। প্রথম অভিযোগটি হলো, দুর্নীতি বিরোধী ইউনিট (এসিইউ) কোন তথ্য চাইলে সেটি দিতে অস্বীকৃতি জানানো বা ব্যর্থ হওয়া। দ্বিতীয়টি হলো, তথ্য গোপন বা বিকৃত করে বা নষ্ট করে তদন্তে বিলম্ব করা।

কোডের ৪.৬.৬ ধারা অনুযায়ী অভিযোগের জবাব দিতে ১৯ মে থেকে পরবর্তী ১৪ দিন সময় হাতে পেয়েছেন কাশ্যপ।

এ ব্যাপারে অভিযোগের বিষয়ে আর কোন কিছু জানাবে না আইসিসি।

(ঢাকাটাইমস/২৩মে/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জরুরি বৈঠকে উপদেষ্টা পরিষদ
কোকোর কবর জিয়ারত করলেন ডা. জুবাইদা রহমান
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা জানাল ভারত ও পাকিস্তান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা