নওগাঁয় আব্দুল জলিলের স্মরণে সভা

নওগাঁয় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক বাণিজ্যমন্ত্রী, বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা মরহুম আব্দুল জলিলের স্মরণসভা সফল করতে বর্ধিত সভা হয়েছে।
শুক্রবার জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক।
আব্দুল জলিলের এই স্মরণ সভায় অংশ নিতে নওগাঁ যাবার কথা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আগামী ৩ জুন নওগাঁ শহরের নওযোয়ান মাঠে এই সভা অনুষ্ঠিত হবে।
আগামী ৩ তারিখের সেই স্মরণ সভাকে জনসভায় রুপ দিতে কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। পাশাপাশি জেলা আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে স্মরণ সভায় যোগ দেওয়ার নির্দেশ দেয়া হয়।
জানা যায়, ওই দিন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাড়াও আশপাশের জেলার হেভিওয়েট নেতারাও উপস্থিত থাকবেন।(ঢাকাটাইমস/২৬মে/এসএ)

মন্তব্য করুন