আ.লীগ পালাবার পথই খুঁজে পাবে না: যুবদল সভাপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৬ মে ২০২৩, ২০:৩৯

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ করে জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু বলেছেন, ‘প্রতিরোধতো দূরের কথা, পালাবার পথই খুঁজে পাবেন না।’ তিনি বলেন, ‘এই সরকার একটি অবৈধ ভোটডাকাত সরকার। ১০ দফা নয়, আমরা একদফা চাই, সরকারের পতন চাই ‘

২৬ মে (শুক্রবার) বিকালে যাত্রাবাড়ীতে ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপি আয়োজিত এক জনসমাবেশে তিনি এসব বলেন।

উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা দাবিতে সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপি।

যুবদল সভাপতি বলেন, ‘প্রধানমন্ত্রী জোর করে ক্ষমতায় থাকতে চান। ক্ষমতার ক্ষুধার জন্য মানুষ হত্যা করা হচ্ছে। মন্ত্রীদের দিয়ে মিথ্যা বলানো হচ্ছে। গোটা দেশ আজ বন্দিশালা। দেশবাসী আজ দুঃসময়ের মধ্যে দিনযাপন করছে। যারা গণতন্ত্রের মুক্তির জন্য লড়াই করছে, তারা কেউ ভালো নেই।’

টুকু বলেন, ‘এই সরকারের অবৈধ মন্ত্রী ওবায়দুল কাদের বলে বিএনপি নাকি হাটুভাঙা দল। ওবায়দুল কাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই র‌্যাব আর পুলিশ বাহিনী ছাড়া আসুন একা, বাসায় যেতে পারবেন না।’

আওয়ামী লীগের নব্য রাজাকাররা শান্তি মিছিলের নামে অশান্তি সৃষ্টি করতে চায় উল্লেখ করে সুলতান সালাউদ্দীন টুকু বলেন, ‘তারা নাকি বিএনপিকে রাজপথে প্রতিরোধ করতে চায়। বাংলাদেশের মানুষ এই মুহূর্তে আওয়ামী লীগকে প্রতিরোধ করছে।’

টুকু বলেন, ‘ওবায়দুল কাদেরের ভাই মির্জা কাদের বলেছিল আওয়ামী লীগের যে অবস্থা পালাবার পথও টোকায়া পাবানা। পালাবার পথ খুঁজেন। আপনাদের বড় বড় কথ। দীর্ঘ ১৫ বছর ধরে বিএনপি নেতাকর্মীদের উপর অত্যাচার-নির্যাতন চলছে।’

‘কথা বললেই গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে, জেলে নির্যাতন করা হচ্ছে। সব বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য বলতে চাই। সোনা যেমন পুড়লে খাঁটি হয়, ইস্পাত যেমন পুড়লে শক্ত এবং কঠিন হয়, বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী ইস্পাতের মতো কঠিন হয়েছে। রাজপথে বিএনপিকে ভয় দেখিয়ে লাভ নাই। ভয়ে কাপে কাপুরুষ, লড়ে যায় বীর। বিএনপি বীরের মত লড়ছে, লড়বে ইনশাআল্লাহ।’ বলেন টুকু।

বাংলাদেশের জনগণ মনে করে শেখ হাসিনার পতন তারেক রহমানের হাতেই হবে মন্তব্য করে টুকু বলেন, ‘ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত করতে আবারও আন্দোলন হবে। তারেক রহমানের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে মানুষের অধিকার ফিরিয়ে আনা হবে।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরও বক্তব্য দেন বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল, মহানগর দক্ষিণ বিএনপি নেতা নবীউল্লাহ নবী, তানভীর আহমেদ রবিন, আব্দুস সাত্তার, সাইফুল ইসলাম, যুবদলের সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর, যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দীন মামুন প্রমুখ।

(ঢাকাটাইমস/২৬মে/জেবি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতা হাবিব কারাগারে

উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ‘ভাঁওতাবাজি': আমীর খসরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :