মেয়েরা সেলফি না তুললে হিরোগিরির দরকার নেই: জায়েদ খান

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ মে ২০২৩, ১৬:৪০

অভিনেতা জায়েদ খান মনে করেন, কোনো নায়ক কোথাও গেলে যদি মেয়েরা তাকে ঘাড় ঘুরিয়ে না দেখে, তার সঙ্গে সেলফি না তোলে, তাহলে ওই নায়কের হিরোগিরি করার দরকার নেই। তার মতে, ‘সিনেমা ও ক্রীড়াঙ্গনের তারকাদের অনেক মেয়ে ভক্ত থাকবে এটা খুবই স্বাভাবিক। এটা শুধু তার বেলায় নয়, সব তারকার সঙ্গে হয়।’

গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সাম্প্রতিক বেশ কিছু বক্তব্যে নিয়ে ট্রল হওয়া নিয়ে শনিবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান।

এই নায়িক দাবি করেন, তার নারী ভক্ত বেশি। কোনো অনুষ্ঠানে গেলে মেয়েদের মধ্যমণি হন তিনি। জায়েদ খানের কথায়, ‘বিয়ে বা কোনো অনুষ্ঠানে গেলে আমি মেয়েদের মধ্যমণি হই। বিয়ে করিনি, ব্যাচেলর বলে সবাই আমাকে অন্য চোখে দেখে। আমার রাশি এরকমই। আমি এসব খুব উপভোগ করি।’

এদিকে, যারা তাকে ‘মানসিকভাবে অসুস্থ’ বলে সামাজিক মাধ্যমে প্রচার করছেন, তাদের একহাত নেন জায়েদ খান। বলেন, ‘‘আমি এই কথাগুলো বলেছিলাম সরল মনে। কেউ কেউ এটাকে নিয়ে ব্যঙ্গ করেছে। কেউ কেউ বলছে এটা জায়েদ খানের মানসিক রোগ। কেউ কেউ এটাকে ‘ইরোটোমেনিয়া’ নামে একটি রোগ হিসেবে নাম দিয়েছে।’

জায়েদ খান বলেন, যারা তাকে নিয়ে ট্রল করে, তার মেন্টাল সমস্যা রয়েছে বলে গুজব ছড়াচ্ছে, তারাই মানসিক ভাবে অসুস্থ। তাদের উদ্দেশ্যে অভিনেতা বলেন, ‘আমার মনে হয়, আপনাদের মানসিক রোগের ডাক্তারের কাছে আগে যাওয়া উচিত।’

(ঢাকাটাইমস/২৮মে/এলএম/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :