সাকা চৌধুরীর প্রতিষ্ঠিত দল এনডিপিকে নিবন্ধন দিতে হাইকোর্টের রায় স্থগিত

যুদ্ধাপরাধের দায়ে মৃতুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী প্রতিষ্ঠিত ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ।
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ রবিবার এ আদেশ দেন। সেই সঙ্গে আপিলের অনুমতিও দেন সর্বোচ্চ আদালত।
২০১৮ সালে এক রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট নির্দেশ দিলেও রাজনৈতিক দলের নিবন্ধন বিধিমালা অনুসরণ না করায় এনডিপির নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)।
১৯৯১ সালে এনডিপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাকা চৌধুরী। ১৯৯৬ সালে তিনি বিএনপিতে যোগ দেন। তবে তার নাম দিয়ে ওই শর্ত পূরণ করে ‘বাঘ’ প্রতীকে নিবন্ধনের আবেদন করে এনডিপি।
তবে সাকা চৌধুরী দলে না থাকায় ১৯৯৬ সালের নভেম্বরে তখনকার কমিশন এনডিপির নিবন্ধন আটকে ইসি জানিয়ে দেয় এনডিপি নিবন্ধনের যোগ্য নয়।
এরপর ২০১৩ সালের ৭ জুলাই হাইকোর্ট এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করে এনডিপির পক্ষে রায় দেয়।
উল্লেখ্য, ১৯৭৯ সালে মুসলীম লীগের মনোনয়নে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন সাকা চৌধুরী। পরে ১৯৮৬ সালে জাতীয় পার্টি থেকে এবং ১৯৯১ সালে নিজের গড়া এনডিপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর বিএনপির হয়ে ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালেও সংসদ সদস্য নির্বাচিত হন।
একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে ২০১৩ সালের ১ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সালাউদ্দিন কাদেরকে মৃত্যুদণ্ড দেয়।
(ঢাকাটাইমস/২৮মে/ডিএম)
সংবাদটি শেয়ার করুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
রাজনীতি এর সর্বশেষ

বিএনপি নির্বাচনে না এলে ‘আসন’ বাড়বে মহাজোট শরিকদের

দলে ফিরতে চান হাজারের বেশি ‘বহিষ্কৃত’, বিএনপি দপ্তরে চিঠির স্তূপ

নির্ধারিত সময়েই নির্বাচন হবে, নিষেধাজ্ঞা দিয়ে কোনো ফল হবে না: হানিফ

নির্বাচন কোন পথে চলবে সেটা জনগণ নির্ধারণ করবে: গণতন্ত্র মঞ্চ

পুরান ঢাকার আ.লীগ নেতা জাহাঙ্গীর উল-আলম আর নেই

আলটিমেটামের ৩৬ দিন বিএনপিকে দাঁড়াতে দেব না: কাদের

নীশিরাতের ভোট আর সম্ভব নয়: কর্নেল অলি

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট হলে আ.লীগের ভরাডুবি হবে: নজরুল ইসলাম

আ.লীগের নির্বাচনি ইশতেহার প্রণয়ন উপকমিটিতে যারা
