‘বর্ডার’ কেন ‘সুলতানপুর’ হলো? জানালেন অধরা, করলেন প্রতিবাদ

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ মে ২০২৩, ১৭:০৩

আগামী ২ জুন, শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সৈকত নাসির পরিচালিত ‘সুলতানপুর’ সিনেমাটি। এখানে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাঞ্জু জন, চিত্রনায়িকা অধরা খান, রাশেদ মামুন অপু ও আশিষ খন্দকারসহ অনেকে।

মুক্তি প্রতিক্ষীত ‘সুলতানপুর’ সিনেমাটির কাজ শুরু হয়েছিল ‘বর্ডার’ নামে। তবে পরে সেটির নাম পরিবর্তন করেন নির্মাতা কর্তৃপক্ষ। কিন্তু ‘বর্ডার’ কেন পরে ‘সুলতানপুর’ হয়ে গেল? এই কাহিনি হয়তো অনেকেই জানেন না। ছবির মুক্তিকে সামনে রেখে সে কথাই জানালেন চিত্রনায়িকা অধরা খান।

রবিবার বিকাল সাড়ে চারটার দিকে নিজের ফেসবুক পেজে ‘সুলতানপুর’-এর একটি পোস্টার শেয়ার করে অভিনেত্রী সিনেমাটির নাম পাল্টানোর কারণটি উল্লেখ করেছেন। পাশাপাশি করেছেন প্রতিবাদ।

অধরা লিখেছেন, ‘সুলতানপুর’ সিনেমাটির নাম ছিল ‘বর্ডার’। সেন্সর বোর্ড সিনেমাটির নাম নিয়ে আপত্তি তুলেছিল। যখনই কোনো সিনেমাতে সত্যি কিছু তুলে ধরা হয়, তখনই সেন্সরবোর্ডের যত আপত্তি। মনে হয়, সেন্সর বোর্ড চায়, সবাই যেন প্রেম, ভালোবাসা বা অ্যাকশন নিয়েই শুধু সিনেমা বানায়। দেশের কোনো সত্যিকারের চিত্র না তুলে ধরা হয়।’

‘যেমনটা আটকে আছে ‘শনিবার বিকেল’। এই সিনেমাতে ধর্মবিরোধী বা দেশবিরোধী কিছু নেই। একটি সত্য ঘটনার ফিকশন মাত্র। আর এখানেই সেন্সর বোর্ডের যত গোসসা। সেন্সর বোর্ড তেমনই গোসসা করেছিল ‘বর্ডার’-এর উপর। এখানে দেখানো হয়েছে, বর্ডার এলাকায় কেন এত খুন-খারাপি, এত সন্ত্রাস তার বাস্তব চিত্র। সিনেমাটি ঠিকই আছে, তবে নাম পরিবর্তন করা হয়েছে। যদিও সিনেমার ক্ষেত্রে নাম একটি বড় ব্যাপার।’

‘বর্ডার’ সিনেমাটির নাম পরিবর্তন করে ‘সুলতানপুর’ করা হয়েছে। সুলতানপুর একটি বর্ডার এলাকা। এই এলাকার কিছু বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে এই সিনেমার মাধ্যমে। তুলে ধরা হয়েছে, বর্ডার এলাকার সুখ-দুঃখ হাসি-কান্না প্রেম ভালোবাসা ও কিছু মানুষরূপী নরপশুর রূপ। তুলে ধরা হয়েছে, এক খুনি ভণ্ড ধর্ম ব্যবসায়ীর চরিত্র।’

‘সুলতানপুর, একটি গল্পের সিনেমা। যার গল্প সবার চেনা।’ সবশেষে সিনেমাটির মুক্তির তারিখ জানিয়ে অধরা খান লিখেছেন, ‘সুলতানপুর’ মুক্তি পাচ্ছে ২ জুন ২০২৩ আপনার পাশের প্রেক্ষাগৃহে। আপনাদের সবাইকে সপরিবারে দেখার আমন্ত্রণ।’

(ঢাকাটাইমস/২৮মে/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :