বনানীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করল তিতাস

রাজধানীর বনানীতে অভিযানে কড়াইল বস্তি সংলগ্ন এলাকায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এসময় অবৈধ ১৭০০ ফুট পাইপ কেটে উদ্ধার করেছে সংস্থাটি। বনানী ন্যাম ভবন সংলগ্ন খাল দিয়ে এই পাইপের মাধ্যমে বস্তিতে অবৈধ সংযোগ দেওয়া হয়েছিল।
সোমবার সকাল থেকে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিদা মোস্তফার নেতৃত্বে অভিযান চালিয়ে তা বিচ্ছিন্ন করা হয়।
অভিযানের বিষয়ে হামিদা মোস্তফা বলেন, অভিযানে আমরা খালের মধ্য দিয়ে কড়াইল বস্তিতে নেওয়া অবৈধ সংযোগের ১৭০০ ফুট পাইপ উদ্ধার করেছি। এসময় আরেকটি অবৈধ সংযোগের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তাৎক্ষণিক আদায় করা হয়েছে। এছাড়া এক গ্রাহককে বকেয়া বিল পরিশোধের শর্তে ছেড়ে দেওয়া হয়েছে।
এসময় তিতাস গ্যাস কর্তৃপক্ষের লোকজন ছাড়াও বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন ছিলো।
(ঢাকাটাইমস/২৯মে/এমএইচ/ইএস)

মন্তব্য করুন