সোনারগাঁয়ে ভুয়া এমবিবিএস ডাক্তার নয়ন আটক

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ মে ২০২৩, ২৩:৪৮
অ- অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে সোনারগাঁ উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ অভিযানে নয়ন (৩৩) নামে এক ভুয়া এমবিবিএস ডাক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৯ মে) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহিম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি ডা. মো. মোশারফ হোসেনের যৌথ তত্ত্বাবধানে উপজেলার কদমতলী গ্রাম থেকে নুরুল আমিনের ছেলে মো. জানে আলম নয়নকে তার নিজস্ব চেম্বার "আম্বিয়া মেডিকেল হল"থেকে আটক করে পুলিশ হেফাযত নেয়া হয়।

মামলার এজহার সূত্রে জানা যায়, নয়ন ভুয়া পদবি ব্যবহার করে দীর্ঘদিন যাবৎ কদমতলী ধন্ধীবাজার এলাকায় মেডিকেল প্রাকটিস করে আসছিলেন। প্রতারক নয়ন বন্দর উপজেলায় তার চাচার ফার্মেসিতে সহকারী হিসেবে দীর্ঘদিন কাজ করার পর নিজের এলাকায় গিয়ে নিজেকে মা ও শিশু বিশেষজ্ঞ বলে প্রচার করেন এবং রোগী দেখা শুরু করেন। তিনি এমবিবিএস(এ.এম), এম.ডি (অল্টা মেডিসিন), ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান, এমপিএইচ (আরসিএইচ), আরটিএসএস (ডিইউ), আইসিইউএইচসি (আইসিডিডিআর,বি), পিজিসিসি ( ইসিডি-সি) ভুয়া ডিগ্রি পদবি ব্যবহার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন রকম অনুমোদন ব্যাতিরেকেই মা ও শিশু, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, মেডিসিন, চর্ম-যৌন (সেক্স) ও ব্যথা রোগে অভিজ্ঞ পরিচয় দিয়ে নিজ বাড়িতে "আম্বিয়া মেডিকেল হল" নামে একটি চেম্বার খুলে নিয়মিত রোগী দেখছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইব্রাহিম বলেন, প্রতারক চিকিৎসক প্র্যাকটিসের স্বপক্ষে কোন প্রকারের বৈধ কাগজপত্রাদি দেখাতে ব্যর্থ হওয়ায় ভ্রাম্যমান আদালত বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন- ২০১০ এর ২৯ ধারা মোতাবেক ১ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। যার মামলা নং-৩১/২৩।

(ঢাকাটাইমস/২৯মে/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কারাগারে সেলিনা হায়াৎ আইভী, যে মামলায় গ্রেপ্তার
মির্জাপুরে উদ্ধার হওয়া গরু ফিরিয়ে দিতে ৫০ হাজার টাকা চাইলেন এসআই
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর: তাদের বিরুদ্ধে এত অভিযোগ, তবুও বহাল...
পাকিস্তান থেকে চার্টার্ড ফ্লাইটে ফেরানো হবে রিশাদ ও নাহিদকে!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা