বাবা-মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ মে ২০২৩, ২৩:০৯
অ- অ+

রাজধানীর পশ্চিম রামপুরা এলাকায় বাবা-মার সঙ্গে অভিমান করে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। তার নাম মো. মাশরুর রহমান। মৃত মাশরুর রাজারবাগ পুলিশ লাইনন্সের স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান শাখার এসএসসি পরীক্ষার্থী ছিল।

মৃত মাশরুরের বাবা মো. মিজানুর রহমান ঢাকা টাইমসকে বলেন, আমরা বেশ কিছু দিন ধরে দেখছিলাম যে মাশরুর লেখাপড়ার ফাঁকি দিচ্ছে। আর পাশাপাশি আড্ডাও দিত। যার জন্য আমরা বকা-ঝকা করায় সে অভিমান করে দুপুর ১২টার দিকে বাসার বারান্দার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। ঝুলন্ত অবস্থায় আমরা দেখতে পেয়ে তাকে স্থানীয় ক্লিনিকে নেওয়া যাই। সেখানে অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বেলা তিনটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত মাশরুর রহমানের নোয়াখালী জেলার সদর থানার কৃষ্ণরামপুর গ্রামে। সে তার পরিবারের সঙ্গে পশ্চিম রামপুরার ওয়াপদা রোডে বসবাস করত।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঢাকা টাইমসকে বলেন, মৃত মাশরুরের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আর বিষয়টি সংশ্লিষ্ট রামপুরা থানাকে জানানে হয়েছে।

ঢাকাটাইমস/৩০মে/এএ/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা