নড়াইলে ভ্যানচালকের লাশ উদ্ধার

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ মে ২০২৩, ১০:০৮

নড়াইল সদর উপজেলায় দেলবার গাজী (৫৫) নামে এক ভ্যানচালকে হত্যার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার বিছালী ইউনিয়নের আটঘরা-বরইতলা শ্মশানের নিকট থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত দেলবারগাজী সদর উপজেলার মধুরগাতি গ্রামের শুকুর গাজীর ছেলে।

এদিকে ঘটনাস্থল থেকে প্রায় আট কিলোমিটার দুরে যশোরের অভয়নগর উপজেলার বুনোগ্রামে ছিনতাইকৃত ভ্যানটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই আসমত আলী জানান, দেলবারগাজী সোমবার (২৯ মে) বিকেলে তার নিজস্ব ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। গভীর রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে ও তার সন্ধান মেলাতে পারেননি।

পরে মঙ্গলবার বেলা ১১টায় দেলবার গাজীর বাড়ি থেকে তিন কিলোমিটার দুরে উপজেলার বিছালী ইউনিয়নের আটঘরা-বরইতলা শ্মশানের পাশে দেলবার গাজীর মরদেহ স্থানীয়রা পড়ে থাকতে দেখেন। পরে তারা স্থানীয় বিছালি ক্যাম্পের পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দেলবার গাজীর লাশ উদ্ধার করে।

আরও পড়ুন: শ্রীপুরে যুবকের লাশ উদ্ধার

নড়াইল সদর থানার ওসি ওবাইদুর রহমান বলেন, ‘লাশের গলায় দাগ রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ভ্যান চুরির উদ্দেশ্যে দেলবার গাজীকে হত্যা করা হয়েছে। ভ্যানটি উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে।’

(ঢাকাটাইমস/৩১মে/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :