শ্রীপুরে যুবকের লাশ উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ মে ২০২৩, ০৯:১০
অ- অ+

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা গ্রামে নিজ ঘর থেকে মো. রিয়াজ (২৭) নামের এক যুবকের লাশ উদ্ধার হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে লাশ উদ্ধার করে পুলিশ।

মো. রিয়াজ কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার করম আলীর ছেলে। তিনি মাওনা গ্ৰামের মো. মোফাজ্জল হোসেনের বাড়িতে একটি কক্ষ ভাড়া নিয়ে সেখানে থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে কাজ করতেন। ওই কক্ষে তার বড় ভাইও থাকেন।

ওই বাড়ির বাসিন্দা মো. তোফাজ্জল হোসেন বলেন, মাগরিবের নামাজের পর বুয়া ওই কক্ষের রান্না করার জন্য আসেন। কিন্তু ভেতর থেকে দরোজা বন্ধ পান। পরে বারবার ডাকলেও ভেতর থেকে কোনো সারা শব্দ পাননি তিনি।

বিষয়টি তিনি আশপাশের লোকজনকে জানান। পরে জানালা ফাঁক করে ভেতরে রিয়াজকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এর পর বিষয়টি বাড়ির মালিককে জানালে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।

আরও পড়ুন: ফেনীতে যুবলীগ নেতাসহ সাতজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা, প্রধান আসামি রিমান্ডে

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাজমুল করিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ও ঊর্ধতন কর্মকর্তাদের সিদ্ধান্তে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

(ঢাকাটাইমস/৩১মে/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশ-নেপাল-ভুটান-সেভেন সিস্টার্সের মধ্যে সমন্বিত অর্থনৈতিক কৌশলের আহ্বান প্রধান উপদেষ্টার
ডিগ্রির মর্যাদা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় নার্সেস দিবস বয়কট, বিক্ষোভ ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের
পুলিশের হাতে থাকবে না মারণাস্ত্র, র‍্যাব পুনর্গঠনে ৫ সদস্যের কমিটি: স্বরাষ্ট্র উপদেষ্টা 
শিবগঞ্জে জমি নিয়ে বিরোধে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৭
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা