রাস্তা পার হতে গিয়ে পথচারীর মৃত্যু

ঢাকার সাভারে সড়ক পারাপারের সময় অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক পথচারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডে সংলগ্ন পাকিজা গার্মেন্টেসের সামনে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো. মন্টু (৪০) তার গ্রামের বাড়ি বগুড়া জেলার দুপতাতিয়া থানার রসুলপুর গ্রামে তার বাবার নাম নজরুল ইসলাম। বর্তমানে তিনি সাভার পৌর এলাকায় বসবাস করতেন।
আরও পড়ুন: মৎস্য গবেষণা ইনস্টিটিউটের যন্ত্রাংশ মিলল ভাঙারির দোকানে, তিন দিনেও মামলা হয়নি
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক ঢাকা টাইমসকে জানান, আজ সকালে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা গার্মেন্টসের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি মন্টুকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তার পরিবার এলে তাদের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন। এছাড়া অজ্ঞাত ঘাতক সেই গাড়িটিকে সনাক্তের চেষ্টা চলছে।
(ঢাকাটাইমস/৩১মে/এসএম)

মন্তব্য করুন