৩৬ কোটি টাকা ‘লোপাট’: ওজোপাডিকোর সাবেক এমডিসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ মে ২০২৩, ১৫:১৯| আপডেট : ৩১ মে ২০২৩, ১৫:২৪
অ- অ+

দেশের বিদ্যুৎ ব্যবস্থাপনা উন্নত করার প্রক্রিয়ার অংশ হিসেবে প্রিপেইড মিটার উৎপাদন, বাজারজাত ও প্রশিক্ষণের প্রকল্প নেয় সরকার। ওই প্রকল্পের ৩৬ কোটি ৩৭ লাখ ৫৬ হাজার ৮৭৯ টাকা আত্মসাতের অভিযোগে ওজোপাডিকোর সাবেক এমডিসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তরুন কান্তি ঘোষ মামলাটি করেন। মামলা নম্বর-৪।

আসামিরা হলেন, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ স্মার্টং ইলেক্ট্রিক্যাল কোম্পানির (বিএসইসিও) সাবেক বোর্ড মেম্বার ও ব্যবস্থাপনা পরিচালক শফিক উদ্দিন, ওজোপাডিকো এবং বাংলাদেশ স্মার্ট ইলেক্ট্রিক্যাল কোম্পানির সাবেক পরিচালক ও বিএসইসিও-এর সাবেক বোর্ড মেম্বার ও পরিচালক (অর্থ) আব্দুল মোতালেব এবং বিএসইসিওর সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক ইয়ে ওয়েনজুন।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধে আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

ওজোপাডিকো দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় গেল ১৬ বছর ধরে বিদ্যুৎ বিতরণ করছে। বিদ্যুৎ বিক্রয়-বিতরণে অনিয়ম-দুর্নীতি ঠেকাতে ২০০৭ সালে সংস্থাটি গঠন করা হয়। তবে প্রতিষ্ঠার কয়েক বছরের মধ্যে ওজোপাডিকোর বিরুদ্ধে অতিরিক্ত বিল ও মিটার সংক্রান্ত নানান দুর্নীতির অভিযোগ উঠতে থাকে।

সংস্থাটির একাধিক সূত্র ঢাকা টাইমসকে জানিয়েছে, ২০১৯ সালে খুলনায় ওজোপাডিকোর তৎকালীন প্রকৌশলী শফিক উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। এ রকম বেশ কিছু অভিযোগের অনুসন্ধানে নামে দুদক। এরপর বেরিয়ে আসে তাদের দুর্নীতির বিভিন্ন তথ্য।

বাংলাদেশ স্মার্ট ইলেক্ট্রিক্যাল কোম্পানির সাবেক পরিচালক আব্দুল মোতালেব এবং সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক ইয়ে ওয়েনজুনের সঙ্গে যোগসাজসে শফিক উদ্দিন ৩৬ কোটি টাকা আত্মসাৎ করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণীতে বলা হয়েছে, তিনজন আসামি পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে হেক্সিং ইলেকট্রিক্যাল কোম্পানির অনুকূলে ৩৩ কোটি ৪০ লাখ ২৪ হাজার ৩৭৯ টাকা আত্মসাৎ এবং ২ কোটি ৯৭ লাখ ৩২ হাজার ৫০০ টাকা আত্মসাৎতের উদ্দেশ্যে বিদেশে পাচারের অপচেষ্টা করে।

প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বরে দুর্নীতি ও অনিয়মের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে খুলনা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির সচিব আব্দুল মোতালেবকে সাময়িক বরখাস্ত করা হয়।

(ঢাকাটাইমস/৩১মে/এসএস/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাস্তা অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অনুরোধ ডিএমপির
‘জুলাই গণহত্যা’: শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
গভীর রাত হলেই পদ্মায় শুরু হয় বালু উত্তোলনের মহোৎসব
রক্তমাখা কুড়াল আর গোলাপ নিয়ে ফারিণের এ কেমন ‘ইনসাফ’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা