সাতক্ষীরা সীমান্তে বিদেশি অস্ত্র ও ‍গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ৩১ মে ২০২৩, ১৬:৩৯

সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার দুপুরে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তলুইগাছা সীমান্তে দিয়ে ভারত থেকে অস্ত্র পাচার হয়ে বাংলাদেশে ঢুকবে— এমন গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সদস্যরা সীমান্তের চৌরঙ্গীর মোড়ে গোপনে অবস্থান নেন। রাত সোয়া একটার দিকে কিছু ব্যক্তিকে সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করতে দেখেন বিজিবি সদস্যরা। তখন চ্যালেঞ্জ করলে পালানোর চেষ্টা করেন তারা। এসময় বিজিবির দল তাদের ধাওয়া করে। কিন্তু পাচারকারীরা রাতের অন্ধকারে ঘন বনের মধ্য দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে আভিযানিক দল ওই এলাকায় তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করে।

এ ব্যাপারে কলারোয়া থানায় একটি মামলা করা হয়েছে।

ঢাকাটাইমস/৩১মে/এএ/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :