সাতক্ষীরা সীমান্তে বিদেশি অস্ত্র ও ‍গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ মে ২০২৩, ১৬:৩৯
অ- অ+

সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার দুপুরে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তলুইগাছা সীমান্তে দিয়ে ভারত থেকে অস্ত্র পাচার হয়ে বাংলাদেশে ঢুকবে— এমন গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সদস্যরা সীমান্তের চৌরঙ্গীর মোড়ে গোপনে অবস্থান নেন। রাত সোয়া একটার দিকে কিছু ব্যক্তিকে সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করতে দেখেন বিজিবি সদস্যরা। তখন চ্যালেঞ্জ করলে পালানোর চেষ্টা করেন তারা। এসময় বিজিবির দল তাদের ধাওয়া করে। কিন্তু পাচারকারীরা রাতের অন্ধকারে ঘন বনের মধ্য দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে আভিযানিক দল ওই এলাকায় তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করে।

এ ব্যাপারে কলারোয়া থানায় একটি মামলা করা হয়েছে।

ঢাকাটাইমস/৩১মে/এএ/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
দায়িত্ব নিয়েই হেভিওয়েট আ.লীগ নেত্রী গ্রেপ্তার, ঢাকা রেঞ্জের ডিআইজির প্রশংসায় জুলকারনাইন সায়ের
ফের একাধিক প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, বিস্ফোরণ-গোলাগুলি
সাবেক মন্ত্রী কায়কোবাদের বাড়িতে আ.লীগ নেতার হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা