শ্রীপুর থেকে মানবতাবিরোধী অপরাধের আসামি গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর থেকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বুধবার র্যাব-২ তাকে গ্রেপ্তার করে। শুক্রবার সকালে র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তারকৃত আসামির নাম মো. শহর আলী(৭৬)। তিনি ময়মনসিংহের ফুলপুর উপজেলার মৃত জাবেদ আলীর ছেলে।
আরও পড়ুন>>শিশু পর্নোগ্রাফি: গুগলের দেওয়া তথ্যে গাজীপুরে যুবক গ্রেপ্তার
আরও পড়ুন>>গাজীপুরে ২০টির বেশি চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেপ্তার
র্যাব জানিয়েছে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহ এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে মো. শহর আলী ও অন্যান্য রাজাকার সদস্য অপহরণ, ধর্ষণ, পাশবিক নির্যাতন, অগ্নিসংযোগ, নৃশংস হত্যাকাণ্ডসহ মানবতা বিরোধী অপরাধে সরাসরি জড়িত ছিলেন। ৭১ সালের ২৩ মে দিবাগত রাতে শহর আলীসহ ১৫-১৬ জন সশস্ত্র রাজাকার ও ৫-৬ জন পাকিস্তানি আর্মি ফুলপুর থানাধীন মৈশাকান্দা গ্রামের স্বাধীনতাকামী মানুষ ও এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনদের নির্যাতন করে ১০-১২টি বাড়িঘর লুটপাট ও অগ্নিসংযোগ করে।
এছাড়া ১৯৭১ সালের ৪ আগস্ট ফুলপুর থানা শান্তি কমিটির চেয়ারম্যান ও রাজাকার রজব আলী ফকিরের নেতৃত্বে শহর আলীসহ ২০-২৫ জন সশস্ত্র রাজাকার ফুলপুর থানাধীন পূর্ব বাখাই ও পশ্চিম বাখাই এলাকার স্বাধীনতাকামী নিরীহ মানুষের বাড়িঘর লুটপাট এবং ৯-১০ জন বাঙালিকে কংশ নদীর শর্চাপুর ঘাটে নিয়ে গুলি করে হত্যা করে।
এরই প্রেক্ষিতে ২০১৭ সালের ৬ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। ২০১৯ সালের ১৯ মার্চ মো. শহর আলীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা জারির পর থেকে তিনি দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করে ছিলেন। র্যাব-২ গোয়েন্দা নজরদারি চালিয়ে এবং গোপন তথ্যের ভিত্তিতে গত বুধবার গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
(ঢাকাটাইমস/০২জুন/এফএ)
সংবাদটি শেয়ার করুন
অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত
অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

ঢাকায় কারাবন্দি ভারতীয় নাগরিকের মৃত্যু

দীর্ঘদিন পালিয়ে থেকে অবশেষে ধরা মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজাকার নুরুল আমিন

ব্যাংকের লাইনে থাকা যুবকের ২০ লাখ টাকা কেড়ে পালাল পুলিশ, অতঃপর...

সরকারের কত টাকা কর ফাঁকি দিল এনডিই চেয়ারম্যান ইমরান মুস্তাফিজ?

মাদক কারবারির কাছে ঘুষ দাবি: চারঘাটের সেই ওসিকে দৃষ্টান্তমূলক শাস্তির পরামর্শ

তারা ভারত যেতেন রোগী সেজে, বিমানে ফিরতেন মাদক নিয়ে

যাত্রাবাড়ীতে তক্ষকসহ যুবক আটক

এডিসি হারুনকাণ্ড: দ্বিতীয় দফায় তিন দিনের সময় বাড়ল তদন্তে

তেজগাঁওয়ে শীর্ষ সন্ত্রাসী মামুনসহ তিনজনকে গুলি: নেতৃত্বে সন্ত্রাসী ইমন? মামলা হচ্ছে
