শেরপুরে বন্যহাতির তাণ্ডব, লাখ টাকার সম্পদের ক্ষতি

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জুন ২০২৩, ০৮:২১| আপডেট : ০৩ জুন ২০২৩, ১১:২৩
অ- অ+

শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতির তাণ্ডবে ঘরবাড়ি ও মৎস্য খামারের ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত উপজেলার পোড়াগাঁও ইউপির বুরুঙ্গা কালাপানি এলাকায় বন্যহাতির দল এ তাণ্ডব চালায়।

জানা যায়, নালিতাবাড়ীর গারো পাহাড়ের বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবত ৪০-৪৫টি বন্যহাতির দল তাণ্ডব চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার ভোর পর্যন্ত উপজেলার মধুটিলা ইকোপার্কের পার্শ্ববর্তী বুরুঙ্গা কালাপানি এলাকায় তাণ্ডব চালিয়ে জসিম উদ্দিনের বসতঘর ও রান্নাঘর ভেঙে তছনছ করে।

এছাড়া বন্যহাতির দল একটি মৎস্য খামারের পাহারাঘর ভেঙে গুঁড়িয়ে দেয়। ওই ঘরে রাখা মাছের খাদ্যের বস্তা, টিউবওয়েল, পুকুর পাড়ের বাউন্ডারি, মোবাইল ফোন ও ঘরের আসবাবপত্র তছনছ করে।

মৎস্য খামারের মালিক মোবারক আলী বলেন, মাছের প্রজেক্টে হাতির দল তাণ্ডব চালিয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি করেছে।

বুরুঙ্গা কালাপানি ওয়ার্ডের ইউপি সদস্য শামসুদ্দিন বলেন, বোরো ধান কাটার পর থেকে বন্যহাতির পাল খাবারের সন্ধানে আশপাশের ঘরবাড়িতে হামলা করছে। বন্যহাতির দল এখন গাছের কাঁঠাল খেয়ে ফেলছে।

আরও পড়ুন: শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা থানায় সাধারণ ডায়েরি করার পর বন বিভাগের নির্ধারিত ফরমে আবেদন করলে সরকারিভাবে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে।

(ঢাকাটাইমস/০৩জুন/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
নরসিংদীতে নির্মাণাধীন কারখানায় হামলা, যুবদল নেতা গ্রেপ্তার
সোমবার ঢাকা ও নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা