চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছেলে নিহত, মা আহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ জুন ২০২৩, ১৩:২৪| আপডেট : ০৫ জুন ২০২৩, ১৩:২৮
অ- অ+

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় ট্রাক-ভটভটি সংঘর্ষে রাহাদ আলী নামে পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন শিশুটির মা রুমি বেগম।

সোমবার রাত ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রসুলপুর মোড়ে সড়কে এই দুঘর্টনা ঘটে।

মা ও শিশু শিবগঞ্জ পৌর এলাকার তরকারিপট্টি গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, রাত ১২টার দিকে শিশু রাহাদ তার মায়ের সঙ্গে ভুটভুটিতে রসুলপুর থেকে শিবগঞ্জ বাজার যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিশু রাহাদ ভুটভুটি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এসময় শিশু রাহাদের মা রুমি বেগমের একটি পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হয়।

খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে এবং গুরুতর আহত রুমি বেগমকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ জনান, সড়ক দুর্ঘটনায় এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছ। গুরুতর আহত শিশুটির মাকে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/০৫জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাইবান্ধায় দেয়াল চাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু
চাঁদাবাজি বন্ধের দাবিতে ভৈরবে সিএনজিচালকদের সড়ক অবরোধ
সাইবার স্পেসেও নিষিদ্ধ আওয়ামী লীগ
সারা বিশ্বে মা দিবস পালিত হয় যে নারীর কারণে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা