হজ পালনে সৌদি আরব গেছেন ৫৭ হাজার ১২৭ জন, আরও এক হজযাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জুন ২০২৩, ০৯:৪৯| আপডেট : ০৬ জুন ২০২৩, ০৯:৫১
অ- অ+

পবিত্র হজ পালনের জন্য এ পর্যন্ত ৫৭ হাজার ১২৭ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৯ হাজার ৩৫০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪৭ হাজার ৭৭৭ জন। এদিকে সৌদি আরবে আরও একজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন বলে জানা গেছে।

সোমবার রাত ২টা ৫৯ মিনিটে হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন>>বন্ধ হলো পায়রা, বাড়লো ভোগান্তি

বুলেটিনে আরও জানানো হয়, গতকাল পর্যন্ত ভিসা পেয়েছেন ৮৯ হাজার ৮২১ জন, যার মধ্যে সরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ১০ শতাংশ এবং বেসরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ৯০ শতাংশ।

সৌদি আরবে আরও এক জন হজাযাত্রী মারা গেছেন। তার নাম আইয়ুব খান (৪৮)। পাসপোর্ট নম্বর ইবি০২৩৬৩৭৮। তিনি রাজধানীর খিলগাঁওয়ের দাসেরকান্দির বাসিন্দা ছিলেন।

সৌদি আরবে এ পর্যন্ত ৫ জন হজযাত্রী মারা গেছেন, যাদের মধ্যে পুরুষ ৪ জন ও মহিলা ১ জন। তারা সবাই মক্কায় মারা গেছেন।

গত ২১ মে হজ ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ২২ জুন।

হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে ২ জুলাই এবং শেষ ফিরতি ফ্লাইট ২ আগস্ট।

চাঁদ দেখা সাপেক্ষে ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/০৬জুন/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বাস্থ্যে ফ্যাসিবাদীর দোসররা চান না মানুষের সেবা নিশ্চিত হোক: ডা. রফিক
অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন জাহাঙ্গীর কবির
১২ দলীয় জোট কোনো প্রার্থিতা ঘোষণা করেনি: জামাল হায়দার
এখন বিদ্যুৎ বিল দেয়া যাচ্ছে বিকাশ মার্চেন্ট পয়েন্ট থেকেও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা