সেকশন অফিসার আসাদের পিতা বীর মুক্তিযোদ্ধা আনোয়ারের মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শোক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের সেকশন অফিসার আসাদুজ্জামান আসাদের পিতা বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন (৮২) মঙ্গলবার সকাল ৯টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।
বাদ আসর জানাজা নামাজ শেষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
আসাদুজ্জামান আসাদের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। শোকবার্তায় উপাচার্য মরহুমের পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি সমবেদনা জানান।
(ঢাকাটাইমস/৬জুন/এআর)