হজ পালনে সৌদি আরব গেছেন ৫৯ হাজার ৬৫৫ জন, আরও এক হজযাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জুন ২০২৩, ১০:৩৬| আপডেট : ০৭ জুন ২০২৩, ১২:৪৪
অ- অ+

পবিত্র হজ পালনের জন্য এ পর্যন্ত ৫৯ হাজার ৬৫৫ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৯ হাজার ৩৫০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৫০ হাজার ৩০৫ জন।

এদিকে সৌদি আরবে আরও একজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন বলে জানা গেছে।

মঙ্গলবার রাত ২টা ৫৯ মিনিটে হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

বুলেটিনে আরও জানানো হয়, গতকাল পর্যন্ত ভিসা পেয়েছেন ৯৪ হাজার ৮০ জন।

আরও পড়ুন>>ঐতিহাসিক ছয় দফা দিবস আজ

বুলেটিন থেকে জানা গেছে, গতকাল সৌদি আরবে মো. শহিদুল আলম (৬৭) নামে আরও একজন হজযাত্রী মারা গেছেন। তাঁর পাসপোর্ট নম্বর এ০৩৫৩২০৯৮। মরহুম শহিদুল আলমের বাড়ি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের ছোটদাপ গ্রামে।

সৌদি আরবে এ পর্যন্ত ৬ জন হজযাত্রী মারা গেছেন, যাদের মধ্যে পুরুষ ৫ জন ও মহিলা ১ জন। তারা সবাই মক্কায় মারা গেছেন।

এদিকে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা বর্তমানে মদিনায় অবস্থান করছেন বলে বুলেটিনে জানানো হয়েছে। তারা মদিনায় ৮ দিন অবস্থান, রাসুল (সা.) এর রওজা মোবারক জিয়ারত, মসজিদে নববিতে ৪০ ওয়াক্ত নামাজ আদায় এবং বিভিন্ন ঐতিহাসিক স্থান ভ্রমণ শেষে মক্কায় ফিরে আসবেন।

উল্লেখ্য, গত ২১ মে হজ ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ২২ জুন।

হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে ২ জুলাই এবং শেষ ফিরতি ফ্লাইট ২ আগস্ট।

চাঁদ দেখা সাপেক্ষে ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/০৭জুন/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ ব্লকের ঘোষণা এনসিপির
রাঙ্গাবালীতে কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
আপিল বিভাগের অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হলেন ৮৬ আইনজীবী
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা