যশোরে স্বর্ণ চোরাচালান মামলায় ৩ জনের যাবজ্জীবন

যশোরে ৩ কেজি ৪৯৫ গ্রাম স্বর্ণ চোরাচালানের ঘটনায় করা মামলায় তিনজনের সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার যশোর জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাজুল ইসলাম এ আদেশ দেন।
যশোর আদালতের অতিরিক্ত পিপি আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্তরা হলেন- মুন্সিগঞ্জ জেলার পঞ্চসার উপজেলার গোলাপরায় গ্রামের রতন কুমার পোদ্দার, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মাঝিয়ারা গ্রামের প্রদীপ সাহা এবং ঢাকার গেন্ডারিয়া উপজেলার কালীগঞ্জ শাহা রোড়ের পংকজ দত্ত।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৩০ নভেম্বর যশোর ব্যাটালিয়নের ৪৯ বিজিবি সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে যশোর-মাগুরা সড়ক পথে স্বর্ণ নিয়ে পাচারকারীরা আসছেন। তাৎক্ষনিক কামান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজার সম্বন্বয়ে একটি টিম যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর বাজার পাকা রাস্তার ওপর অবস্থান নেন। দুপুরে শরীয়তপুর থেকে বেনাপোলগামী ফেম পরিবহনের একটি বাস তল্লাশি করে ৩০টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করে বিজিবি।
তাদের কাছে পাওয়া সোনার ওজন ছিল প্রায় সাড়ে তিন কেজি। যার আনুমানিক দাম ২ কোটি ৪১ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় বিজিবি মামলা করে। পরে সিআইডি সেই মামলাটি তদন্ত করে ওই তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। এরপর মঙ্গলবার অভিযুক্তদের উপস্থিতিতে এ সাজা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/০৭জুন/এসএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক আটক

সরকার খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে যথেষ্ট আন্তরিক: তথ্যমন্ত্রী

ধর্ষণ মামলার আলামত নষ্টের অভিযোগ, ওসির বিচার চেয়ে রাস্তায় স্কুলছাত্রীর মা

কেরানীগঞ্জে যুবক খুনের ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

গাজীপুরে ইউএনওর ওপর ইউপি চেয়ারম্যানের হামলায় আহত ৪

কেবল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই দেশে ব্যাপক উন্নয়ন করছেন: এমপি রতন

আগুন সন্ত্রাস করলে হাত ভেঙে দেওয়ার হুঁশিয়ার নানকের

‘বঙ্গবন্ধুকে হত্যার নেপথ্যে মাস্টারমাইন্ড ছিলেন জিয়াউর রহমান’

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর মামলায় আ.লীগ নেতা কারাগারে
