আমার কোনো বড়লোক বয়ফ্রেন্ড নেই যে বিদ্যুৎ বিল দিয়ে যাবে: শ্রীলেখা

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জুন ২০২৩, ২১:৫১| আপডেট : ০৭ জুন ২০২৩, ২১:৫৫
অ- অ+

গত কয়েকদিন ধরে তীব্র তাপদাহে নাজেহাল মানুষ। এরমধ্যে আবার অতিমাত্রায় লোডশেডিংয়ের সঙ্গে বেড়েছে বেড়েছে বিদ্যুৎও। এদেশের মতো একই অবস্থা ভারতেও। এ পরিস্থিতিতে অন্যদের মতো টলিউড অভিনেত্রী শ্রীলেখারও ভরসা শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র। কিন্তু চলতি মাসে বিদ্যুৎ বিলের কাগজ হাতে পেয়ে বিস্মিত হয়েছেন আলোচিত এই অভিনেত্রী। ফেসবুকে তিনি লিখেছেন— ‘এই মাসে ইলেকট্রিকের বিল এসেছে মাত্র ৯,৭৪০ টাকা।’

একটি ভবনের ১১ তলায় শ্রীলেখার ফ্ল্যাট। তাতে চারটি ঘর রয়েছে। আর চার ঘরেই রয়েছে এসি। আর এসব শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র সবসময়ই চলে। চারটি এসি চললেও এতটা বিল আসার কথা নয় বলে দাবি করেছেন এই অভিনেত্রী।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে শ্রীলেখা বলেন— ‘মানছি আমাদের বাড়িতে অনেকক্ষণ এসি চলে। কিন্তু তাই বলে প্রায় ১০ হাজার রুপি বিল আসা অস্বাভাবিক। আমি এর আগেও পাঁচ-ছয় হাজার রুপি বিল। এই বিলটা আমি ভাবতে পারছি না। আমার তো কোনো বড়লোক বয়ফ্রেন্ড নেই যে বিদ্যুৎ বিল দিয়ে যাবে। আমি খুব শিগগির কোম্পানিতে অভিযোগ জানাব।’

শ্রীলেখার ফেসবুক পোস্টে নানাজন নানা ধরনের মন্তব্য করেছেন। কেউ কেউ তার সুরে সুর মিলিয়েছেন। কেউ আবার বলছেন, শ্রীলেখার ন্যায্য বিলই এসেছে। (ঢাকাটাইমস/৭জুন/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আইনি প্রক্রিয়ায় কাজ করছে ইন্টারপোল: স্বরাষ্ট্র উপদেষ্টা
পাক সেনাপ্রধানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, উত্তেজনা কমানোর উপায় খুঁজতে দুপক্ষকে আহ্বান
আ.লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবি: শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ
পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় কর্মকর্তার মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা