থানায় জিডি করায় ব্যবসায়ীকে গুলি

ফেনী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জুন ২০২৩, ০৯:৪৮| আপডেট : ০৮ জুন ২০২৩, ১২:২৭
অ- অ+

ফেনীর সোনাগাজীতে জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করার তিন দিনের মধ্যে আলমগীর হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ওই ব্যবসায়ী।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টায় উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ পূর্ব চরচান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আলমগীর স্টোরে এ ঘটনা ঘটে।

পুলিশ, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও এলাকাবাসী জানায়, দক্ষিণ পূর্বচরচান্দিয়া গ্রামের নূরুল আমিনের ছেলে ব্যবসায়ী আলমগীর হোসেন দীর্ঘদিন যাবৎ চরখোন্দকারে মৎস্য চাষ করে আসছেন। মৎস্য প্রকল্প জবরদখলে নিতে স্থানীয় রফিকুল ইসলাম বাদল ও রাসেল আমিনের নেতৃত্বে ১০-১৫ জন সন্ত্রাসী তাকে গত কয়েকদিন ধরে হুমকি দিয়ে আসছেন।

গত ৩ জুন আলমগীর হোসেন বাদী হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে সোনাগাজী মডেল থানায় জিডি করেন। জিডি রুজুর তিন দিনের মাথায় ৬ জুন দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চারজন মুখোশ পরা অস্ত্রধারী সন্ত্রাসী তার দোকানে ঢুকে তাকে লক্ষ্য করে হত্যার উদ্দেশ্যে গুলি করে। তাৎক্ষণিক আলমগীর দোকানের ক্যাশের পাশে মেঝেতে বসে গেলে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। পরে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ও থানা পুলিশকে ফোন করলে খবর পেয়ে সোনাগাজী মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে পোশাক কারখানার আগুন, ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান বলেন, তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশদল ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/০৮জুন/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুরে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড
রূপালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা অনুষ্ঠিত
আবারো ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ পেল ওয়ালটন হাই-টেক
শিগগিরই গুম প্রতিরোধে আইন প্রণয়ন করা হবে: আসিফ নজরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা