সিদ্ধিরগঞ্জে পোশাক কারখানার আগুন, ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ জুন ২০২৩, ০৯:৩১
অ- অ+

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. সালাউদ্দিনের মালিকানাধীন এমএস এন্টারপ্রাইজ নামের পোশাক কারখানার অগ্নিকাণ্ডের ৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে বুধবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফজর আলী গার্ডেন সিটির ৫ম তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আদমজী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা রুহুল আমিন মোল্লা জানান, খবর পাওয়া মাত্রই আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করি। ঘটনাস্থলে উৎসুক মানুষের চাপ থাকার কারণে আমাদের কাজ করতে বেগ পেতে হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগুনের সময় কারখানার ভেতর কেউ ছিল না এর ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি জানান, কারখানাটি তালাবদ্ধ থাকার কারণে আমাদের তালা ভেঙে ভেতরে প্রবেশ করতে হয়েছে। ভেতরেও কয়েকটি কক্ষের দরজায় তালাবদ্ধ ছিল। এইসব কক্ষের প্রত্যেকটি তালা আমাদের ভাঙ্গতে হয়েছে। পাশাপাশি ১০ হাজার বর্গফুটের কারখানাটিতে প্রচুর কাপড় মজুদ ছিল। তাই আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের কিছুটা সময় লাগছিল। পরবর্তীতে ডেমরা ও নারায়ণগঞ্জ থেকে আরও তিনটি ইউনিট যুক্ত হয়ে এই আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: কুড়িগ্রামে প্রচণ্ড গরমে স্কুলের দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে

অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখন বলা সম্ভব হচ্ছে না। পরবর্তীতে তদন্তসাপেক্ষে বলা সম্ভব হবে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/০৮জুন/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় কর্মকর্তার মৃত্যু
বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী আর নেই
ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি পাকিস্তানের
সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা ইসলাম গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা