অতিরিক্ত দামে চার্জার ফ্যান বিক্রির দায়ে জরিমানা

মানিকগঞ্জে অতিরিক্ত দামে চার্জার ফ্যান বিক্রির অভিযোগ দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার সদর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অভিযানে নিউ হিরা ইলেকট্রনিক্সকে ১৫ হাজার ও রাজ ইলেকট্রনিক্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক রুমেল জানান, সুনির্দিষ্ট তথ্য ও অভিযোগের প্রেক্ষিতে সকাল থেকেই আমরা মানিকগঞ্জ শহরের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করি। এ সময় বিক্রেতারা পণ্যের মূল্য মুছে দেড় থেকে দুই গুণ অতিরিক্ত দামে এসব ফ্যান বিক্রি করছিল। অতিরিক্ত দামে ফ্যান বিক্রি করায় আজ দুটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়।
তিনি আরও জানান, যদি কোন দোকানি পণ্যের গায়ের মূল্যের চেয়ে অতিরিক্ত দামে ফ্যান বিক্রি করে তাহলে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের হট লাইন নাম্বার ১৬১২১ কিংবা আমাদের জেলা অফিসে অভিযোগ করলে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। জনস্বার্থে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আব্দুল হান্নান, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক এবিএম সামসুন্নবী তুলিপ ও অতিরিক্ত দামে চার্জার ফ্যান বিক্রি, জরিমানা ২৫ হাজার ৬ আনসার ব্যাটালিয়ন সদস্যরা সহযোগিতা করেন।(ঢাকাটাইমস/০৮জুন/এসএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেই বিদ্যুৎ, মোবাইলের আলো দিয়ে সেবা প্রদান

দেবিদ্বারে অভিভাবক সমাবেশ

বনবিভাগের নাম ভাঙিয়ে চাঁদা আদায়

ইলিশকে ডিম ছাড়ার সুযোগ করে দিতে হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

অর্থ আত্মসাতের অভিযোগে ভাইয়ের বিরুদ্ধে বোনের মামলা

ঝিনাইদহে সাংবাদিকের ওপর হামলা

খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় লৌহজংয়ে দোয়া

নৌকার মাঝি হতে চান বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান

নদীতে ধরা পড়ছে না ইলিশ, হতাশ জেলেরা
