অতিরিক্ত দামে চার্জার ফ্যান বিক্রির দায়ে জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ জুন ২০২৩, ১৪:৩২
অ- অ+

মানিকগঞ্জে অতিরিক্ত দামে চার্জার ফ্যান বিক্রির অভিযোগ দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার সদর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

অভিযানে নিউ হিরা ইলেকট্রনিক্সকে ১৫ হাজার ও রাজ ইলেকট্রনিক্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক রুমেল জানান, সুনির্দিষ্ট তথ্য ও অভিযোগের প্রেক্ষিতে সকাল থেকেই আমরা মানিকগঞ্জ শহরের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করি। এ সময় বিক্রেতারা পণ্যের মূল্য মুছে দেড় থেকে দুই গুণ অতিরিক্ত দামে এসব ফ্যান বিক্রি করছিল। অতিরিক্ত দামে ফ্যান বিক্রি করায় আজ দুটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়।

তিনি আরও জানান, যদি কোন দোকানি পণ্যের গায়ের মূল্যের চেয়ে অতিরিক্ত দামে ফ্যান বিক্রি করে তাহলে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের হট লাইন নাম্বার ১৬১২১ কিংবা আমাদের জেলা অফিসে অভিযোগ করলে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। জনস্বার্থে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আব্দুল হান্নান, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক এবিএম সামসুন্নবী তুলিপ ও অতিরিক্ত দামে চার্জার ফ্যান বিক্রি, জরিমানা ২৫ হাজার ৬ আনসার ব্যাটালিয়ন সদস্যরা সহযোগিতা করেন।

(ঢাকাটাইমস/০৮জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচন বিলম্বিত হলে জনগণই রাস্তায় নামবে: ফারুক
বদলগাছীতে বিএনপি নেতার বাড়ি থেকে রাসিকের সাবেক মেয়রের এপিএস গ্রেপ্তার
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আ.লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনকারীদের নামাজ আদায়
টাঙ্গাইলে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, আহত ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা