চন্দ্রিমা শপিং কমপ্লেক্সে সেন্ট্রাল এসি সল্যুশন নিশ্চিত করবে ট্রাইটেক বিল্ডিং সার্ভিসেস

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ জুন ২০২৩, ১৮:৫২
অ- অ+

মোহাম্মাদপুরের চন্দ্রিমা হাউজিং সোসাইটিতে বসবাসরত মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে চন্দ্রিমা হাউজিং কর্তৃপক্ষের তত্বাবধানে স্থাপিত হচ্ছে বহুতল বিশিষ্ট অত্যাধুনিক 'চন্দ্রিমা শপিং কমপ্লেক্স'।

আন্তর্জাতিক মানের শপিং এক্সপিরিয়েন্স নিশ্চিত করতে আইকনিক এই শপিং কমপ্লেক্স-এ থাকছে সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেমসহ নানাবিধ সুযোগ সুবিধা।

শপিং কমপ্লেক্সে সর্বোচ্চ মানের এয়ার কন্ডিশনিং সিস্টেম নিশ্চিত করতে, সম্প্রতি চন্দ্রিমা হাউজিং সোসাইটি কর্তৃপক্ষ চুক্তিবদ্ধ হয়েছেন ইঞ্জিনিয়ারিং কোম্পানি, ট্রাইটেক বিল্ডিং সার্ভিসেস লিমিটেড-এর সাথে। উল্লেখ্য, ট্রাইটেক বিল্ডিং সার্ভিসেস, ভিআরএফ এয়ার কন্ডিশনিং সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান।

চুক্তি অনুযায়ী ট্রাইটেক এই প্রকল্পের জন্য ৮০০ টন মিডিয়া ব্র্যান্ডের লেটেস্ট ভিআরএফ সিস্টেম ভি-৮ সরবরাহ করবে। যা বর্তমান বাজারে প্রচলিত ভিআরএফ সিস্টেম গুলোর চেয়ে প্রায় ২৮ শতাংশ বেশি বিদ্যুৎ সাশ্রয়ী।

বাংলাদেশে কমার্শিয়াল বিল্ডিংগুলোতে এফিশিয়েন্ট সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং নিশ্চিত করতে ট্রাইটেক এবং মিডিয়া ১৫ বছরেরও বেশি সময় ধরে একসাথে কাজ করে আসছে। এই পার্টনারশিপ থেকে ট্রাইটেক প্রায় শতাধিক প্রজেক্টে ১০ হাজারের বেশি ভিআরএফ এসি ইউনিট ইনস্টল করার অভিজ্ঞতা অর্জন করেছে।

ট্রাইটেক ইতিমধ্যেই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শপিং কমপ্লেক্সে সফলতার সাথে সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সরবরাহ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু শপিং কমপ্লেক্স হচ্ছে দেশের তৃতীয় বৃহত্তম শপিং কমপ্লেক্স প্ল্যানেট এসআর, ফিনলে সাউথ সিটি শপিং মল, আরএম সেন্টার, সাভার সিটি সেন্টার, সিভিল সরওয়ার প্লাজা, সোনালী স্কয়ার, পদ্মা ফিউচার শপিং সেন্টার ইত্যাদি।

প্রজেক্টের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চন্দ্রিমা রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর মো. সরওয়ার খালেদ এবং ট্রাইটেক বিল্ডিং সার্ভিসেস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার শেখ আসিফুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এছাড়াও, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. নাজিব আমজাদ, ডিরেক্টর, চন্দ্রিমা রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেড এবং ইঞ্জিনিয়ার রাজিব রায়হান, ডিরেক্টর, ট্রাইটেক বিল্ডিং সার্ভিসেস লিমিটেড।

(ঢাকাটাইমস/০৮জুন/এমএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভয়াবহ ধস নেমেছে ভারতের পর্যটন শিল্পে
সখীপুরে ইয়াবাসহ নারী কারবারি গ্রেপ্তার
এক ঝাঁক অভিনেত্রীর সঙ্গে মোশাররফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’
আজাদ জম্মু-কাশ্মীরের বাসিন্দারা ঘরে ফিরেছেন, ‘ভারতের উপর বিশ্বাস নেই', তাই বাঙ্কার রেখেছেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা