সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ৬ দফা বাস্তবায়নের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জুন ২০২৩, ১৯:৫১| আপডেট : ০৯ জুন ২০২৩, ২২:৫৯
অ- অ+

চলতি বছরের জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে ছয় দফা দাবি বাস্তবায়ন করা না হলেন কঠোর আন্দোলনে যাবে বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী যৌথ পরিষদ। এই পরিষদের মহাসচিব মোহাম্মদ তোহা শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে একথা জানান।

মোহাম্মদ তোহা ঢাকাটাইমসকে ফোনে জানান, তেল-গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে তাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। আগে তারা প্রধানমন্ত্রীর কাছে ২৫ দফা দাবি পেশ করেন। যেহেতু দাবিগুলো মানা হয়নি, তাই এসব দাবির মধ্যে জরুরি ভিত্তিতে ছয়টি দাবি পুনরায় উপস্থাপন করেন তারা।

ছয় দাবির মধ্যে রয়েছে- জাতীয় বেতন স্কেল ঘোষণা করা, জাতীয় বেতন স্কেল ঘোষণা না হওয়া পর্যন্ত ৫০ শতাংশ মহার্ঘ ভাতা হবে; বার্ষিক ইনক্রিমেন্ট ৫ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ নির্ধারণ করা, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা, ভ্রমণ ভাতা এবং টিফিন ভাতাসহ অন্যান্য ভাতা দ্বিগুণ করা, প্রতিরক্ষা মন্ত্রণালয় অনুযায়ী সব মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য রেশনিং ব্যবস্থা করতে হবে ও বঙ্গভবনের মতো সচিবালয়ের সব কর্মকর্তা-কর্মচারীর ৩০ শতাংশ বিশেষ ভাতা দেওয়া।

(ঢাকাটাইমস/০৯জুন/এএ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফের একাধিক প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, দাবি ভারতের
সাবেক মন্ত্রী কায়কোবাদের বাড়িতে আ.লীগ নেতার হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক
পুশ ইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ করা হবে না: আমিনুল হক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা