অভিষেকে আথানাজের রেকর্ড, হোয়াইটওয়াশ আরব আমিরাত

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে নিজের অভিষেকে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েছেন ক্যারিবিয়ান ওপেনার অ্যালিক আথানাজে। সেই সুবাদে ৪ উইকেটের জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে সিরিজ হারের পরও হোয়াইটওয়াশও হলো সংযুক্ত আরব আমিরাত।
ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ৩ রানে ওপেনার লাভপ্রিত সিং সাজঘরে ফিরলেও দুর্দান্ত খেলতে থাকে আরব আমিরাত। দ্বিতীয় উইকেটে খেলতে নামা বৃত্তিয়া আরভিন্দকে নিয়ে টি-টোয়েন্টি ধাচে ব্যাট করতে থাকেন দলনেতা ও ওপেনার মোহাম্মদ ওয়াসিম। ৩৪ বলে ৪২ রানে আউট হন তিনি।
এরপর রামেজ শেহজাদকে নিয়ে আপনতালে খেলে যান আরভিন্দ। তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। আউট হওয়ার পূর্বে ৭৫ বলে ৭২ রান আউট থামেন তিনি। এরপর যেন ক্রিজেই দাঁড়াতে পারেননি স্বাগতিক দলের ব্যাটাররা। ৪২ রানে ৮ উইকেট হারিয়ে বিপর্যয়ের সম্মুখীন হয় আরব আমিরাত। সেখান থেকে তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেহজাদ ২৭ ও নাসের ১৩ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।
লো-স্কোরিং ম্যাচে রান তাড়া করতে নেমে জনসন চার্লস ৩ রানে আউট হলেও একাই আরব আমিরাতের বোলারদের তুলোধূনো করতে থোকেন অভিষিক্ত ওপেনার অ্যালিক আথানজে। মাত্র ২৬ বলে ফিফটি তুলে গড়েছেন রেকর্ড। আউট হওয়ার আগে করেন ৪৫ বলে ৬৫ রান। এ সময় মনে হচ্ছিলো সহজ জয়ই পেতে যাচ্ছে সফরকারীরা।
কিন্তু হুট করেই যেন দিশেহারা হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। একে একে সাজঘরে ফেরেন শামারাহ ব্রুকস কেসি কার্থি, কাভেম হোজ ও রেইমন রেইফার। তবে চেজ-পল জুটি জয় নিয়েই মাঠ ছাড়েন। ২৭ রানে রোস্টন রেজ ও ২ রানে কিমো পল অপরাজিত থাকেন।
(ঢাকাটাইমস/১০জুন/এমএম)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

গুয়াহাটি থেকে ধর্মশালায় গেল বাংলাদেশ দল, আহমেদাবাদে সাকিব

সাবেক ভারতীয় ক্রিকেটারকে মেন্টর হিসেবে নিয়োগ দিল আফগানিস্তান

নেদারল্যান্ডসের কাছেও হারতে পারে পাকিস্তান: নাসের হোসাইন

এবারের বিশ্বকাপে থাকছে না কোনো উদ্বোধনী অনুষ্ঠান!

প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবার খেলতে পারছে না বিশ্বকাপ

মাহমুদউল্লাহর ‘সেকেন্ড হোম’ ভারত, কোনো ‘মন্তব্য’ নেই সাকিবের

রোনালদোর গোলে এএফসি চ্যাম্পিয়নস লিগে আল নাসরের জয়

বাটলারের পছন্দের সেরা পাঁচ ক্রিকেটারের তালিকায় নেই বিরাট কোহলি

হারলেও ইংল্যান্ড ম্যাচ থেকে অনেক কিছু পাওয়ার আছে: নাজমুল শান্ত
