অভিষেকে আথানাজের রেকর্ড, হোয়াইটওয়াশ আরব আমিরাত

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১০ জুন ২০২৩, ১৫:৫৪

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে নিজের অভিষেকে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েছেন ক্যারিবিয়ান ওপেনার অ্যালিক আথানাজে। সেই সুবাদে ৪ উইকেটের জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে সিরিজ হারের পরও হোয়াইটওয়াশও হলো সংযুক্ত আরব আমিরাত।

ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ৩ রানে ওপেনার লাভপ্রিত সিং সাজঘরে ফিরলেও দুর্দান্ত খেলতে থাকে আরব আমিরাত। দ্বিতীয় উইকেটে খেলতে নামা বৃত্তিয়া আরভিন্দকে নিয়ে টি-টোয়েন্টি ধাচে ব্যাট করতে থাকেন দলনেতা ও ওপেনার মোহাম্মদ ওয়াসিম। ৩৪ বলে ৪২ রানে আউট হন তিনি।

এরপর রামেজ শেহজাদকে নিয়ে আপনতালে খেলে যান আরভিন্দ। তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। আউট হওয়ার পূর্বে ৭৫ বলে ৭২ রান আউট থামেন তিনি। এরপর যেন ক্রিজেই দাঁড়াতে পারেননি স্বাগতিক দলের ব্যাটাররা। ৪২ রানে ৮ উইকেট হারিয়ে বিপর্যয়ের সম্মুখীন হয় আরব আমিরাত। সেখান থেকে তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেহজাদ ২৭ ও নাসের ১৩ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।

লো-স্কোরিং ম্যাচে রান তাড়া করতে নেমে জনসন চার্লস ৩ রানে আউট হলেও একাই আরব আমিরাতের বোলারদের তুলোধূনো করতে থোকেন অভিষিক্ত ওপেনার অ্যালিক আথানজে। মাত্র ২৬ বলে ফিফটি তুলে গড়েছেন রেকর্ড। আউট হওয়ার আগে করেন ৪৫ বলে ৬৫ রান। এ সময় মনে হচ্ছিলো সহজ জয়ই পেতে যাচ্ছে সফরকারীরা।

কিন্তু হুট করেই যেন দিশেহারা হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। একে একে সাজঘরে ফেরেন শামারাহ ব্রুকস কেসি কার্থি, কাভেম হোজ ও রেইমন রেইফার। তবে চেজ-পল জুটি জয় নিয়েই মাঠ ছাড়েন। ২৭ রানে রোস্টন রেজ ও ২ রানে কিমো পল অপরাজিত থাকেন।

(ঢাকাটাইমস/১০জুন/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :