অভিষেকে আথানাজের রেকর্ড, হোয়াইটওয়াশ আরব আমিরাত

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জুন ২০২৩, ১৫:৫৪
অ- অ+

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে নিজের অভিষেকে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েছেন ক্যারিবিয়ান ওপেনার অ্যালিক আথানাজে। সেই সুবাদে ৪ উইকেটের জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে সিরিজ হারের পরও হোয়াইটওয়াশও হলো সংযুক্ত আরব আমিরাত।

ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ৩ রানে ওপেনার লাভপ্রিত সিং সাজঘরে ফিরলেও দুর্দান্ত খেলতে থাকে আরব আমিরাত। দ্বিতীয় উইকেটে খেলতে নামা বৃত্তিয়া আরভিন্দকে নিয়ে টি-টোয়েন্টি ধাচে ব্যাট করতে থাকেন দলনেতা ও ওপেনার মোহাম্মদ ওয়াসিম। ৩৪ বলে ৪২ রানে আউট হন তিনি।

এরপর রামেজ শেহজাদকে নিয়ে আপনতালে খেলে যান আরভিন্দ। তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। আউট হওয়ার পূর্বে ৭৫ বলে ৭২ রান আউট থামেন তিনি। এরপর যেন ক্রিজেই দাঁড়াতে পারেননি স্বাগতিক দলের ব্যাটাররা। ৪২ রানে ৮ উইকেট হারিয়ে বিপর্যয়ের সম্মুখীন হয় আরব আমিরাত। সেখান থেকে তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেহজাদ ২৭ ও নাসের ১৩ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।

লো-স্কোরিং ম্যাচে রান তাড়া করতে নেমে জনসন চার্লস ৩ রানে আউট হলেও একাই আরব আমিরাতের বোলারদের তুলোধূনো করতে থোকেন অভিষিক্ত ওপেনার অ্যালিক আথানজে। মাত্র ২৬ বলে ফিফটি তুলে গড়েছেন রেকর্ড। আউট হওয়ার আগে করেন ৪৫ বলে ৬৫ রান। এ সময় মনে হচ্ছিলো সহজ জয়ই পেতে যাচ্ছে সফরকারীরা।

কিন্তু হুট করেই যেন দিশেহারা হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। একে একে সাজঘরে ফেরেন শামারাহ ব্রুকস কেসি কার্থি, কাভেম হোজ ও রেইমন রেইফার। তবে চেজ-পল জুটি জয় নিয়েই মাঠ ছাড়েন। ২৭ রানে রোস্টন রেজ ও ২ রানে কিমো পল অপরাজিত থাকেন।

(ঢাকাটাইমস/১০জুন/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা