ক্ষমা না চাইলে ডেইলি স্টারের নামে মামলা করবেন মেয়র তাপস
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসকে ‘হেয় করে মানহানিকর’ সংবাদ প্রকাশের ঘটনায় নিঃশর্ত ক্ষমা না চাইলে ইংরেজি দৈনিক ডেইলি স্টার কর্তৃপক্ষের নামে ১০০ কোটি টাকার মানহানির মামলা করবেন বলে জানানো হয়েছে। শনিবার রাজধানীর কারওয়ান বাজারে বিএসইসি ভবনে এক সংবাদ সম্মলনে এ কথা জানান মেয়রের আইনজীবীরা।
আইনজীবী ব্যারিস্টার মেজবাহুর রহমান বলেন, ‘গত ১৩ মে ডেইলি স্টার পত্রিকায় একটি লেখা প্রকাশ করে। ওই লেখায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসকে হেয় করা হয়। এ কারণে গত ৫ জুন ডেইলি স্টারকে আমরা একটি আইনি নোটিশ পাঠাই। এ বিষয়ে গত ৮ জুন আমাদের আইনি নোটিশের বিষয়ে ডেইলি স্টার একটি জবাব দিয়েছে। সেখানে তারা তাদের লেখাটা ডিফেন্ড করার চেষ্টা করেছেন। কিন্তু নোটিশে আমাদের দাবি ছিল ২৪ ঘণ্টার মধ্যে অনলাইন থেকে লেখাটির লিংক রিমুভ করা, নিঃশর্ত ক্ষমা চাওয়া এবং এক সপ্তাহের মধ্যে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া। তারা শুধু অনলাইন থেকে লেখাটি রিমুভ করেছে। নিঃশর্ত ক্ষমা চায়নি।
আইনজীবী বলেন, গত ৬ জুন নোটিশ পেয়েছে। সাতদিন সময় দিয়েছি। এখনো আরো কিছু সময় আছে। এর মধ্যে তারা মেয়র মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করে হোক বা পত্রিকায় বিবৃতি দিয়ে হোক, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। ক্ষতিপূরণ বাবদ যে অর্থ চাওয়া হয়েছে, তা দিয়ে দেওয়া হলে পরবর্তী কোনো পদক্ষেপ নেব না। যদি তা না হয় তাহলে মামলা করব। আমাকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।
আইনজীবী মেজবাহুর রহমান বলেন, ডেইলি স্টার পত্রিকা এবং অনলাইন ভার্সনে রিপোর্ট বা কলাম প্রকাশ করা হয়। বাংলায় অনুবাদ করলে কলামের লেখাটা ছিল এই রকম ‘বাতাস প্রবাহের জন্য গাছ কর্তন’, আরেকটি টাইটেল ছিল যেখানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নামকে বিকৃতি করে লিখেছেন, ‘ধোকা সাউথ টাউন করপোরেশন পরিবেশবাদীর চেয়ে একধাপ এগিয়ে আছে। ’ শুধু তাই নয় মেয়র ফজলে নূর তাপসের নামকেও বিকৃতি করে লেখা হয়েছে। এই ধরনের বক্তব্যগুলো আমাদের প্রচলিত ফৌজদারি আইন অনুযায়ী মানহানির পর্যায়ে পড়ে। এই রিপোর্ট দেখে মেয়র মহোদয় আমাকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। তার আলোকে আমরা নোটিশ পাঠিয়েছি।
নোটিশে আমরা দুটি জিনিস চেয়েছি, একটি হলো অনলাইনে ভার্সনে থাকা লেখা অপসারণ এবং একটা বিবৃতি দিতে। পাশাপাশি ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য। সাত দিন সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে তারা কোনো পদক্ষেপ না নিলে পরবর্তী কী সিদ্ধান্ত, সেটা মেয়র তাপসের নির্দেশে নেওয়া হবে বলে জানান এই আইনজীবী।
সংবাদ সম্মেলনে ব্যারিস্টার তাপসের আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য ব্যারিস্টার খোন্দকার রেজা-ই রাকিব, ব্যারিস্টার খোন্দকার রেজা-ই রাব্বী ও ব্যারিস্টার ইমরানুল কবীর উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/১০জুন/কেআর/কেএম)