নওগাঁয় মাঠে কাজ করার সময় বজ্রপাতে নিহত ৪

নওগাঁর পত্নীতলা ও পোরশা উপিজেলার পৃথকস্থানে ব্জ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে বজ্রপাতে আলাদা স্থানে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন, পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়ন ফতেপুর গ্রামের আঃ সামাদ মন্ডলের ছেলে খাদেমুল ইসলাম (৪৫), একই গ্রামের হবিবর রহমান এর ছেলে মোতাহার হোসেন(৩৫)। অপরজন উপজেলার দিবর ইউনিয়নের ছোটমহারন্ছদী গ্রামের ফুদ্দীনের মন্ডল এর ছেলে মাসুদ রানা (১৯)। এছাড়া জেলার পোরশা উপজেলা নিতপুর ইউনিয়নের পুর্বজিরানী পাড়া এলাকার হক (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পলাশ চন্দ্র দেব জানান, মাঠে ধান শুকানোর কাজ করতে গিয়ে বিকেলের দিকে ব্জ্রপাতে পৃথকস্থানে একসাথে দুজনের এবং অন্যস্থানে একজনের মৃত্যু হয়েছে । খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে পোরশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জহুরুল হক জানান, বিকেলে গরুকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে গিয়ে বজ্রপাতে আজিজুল হক নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত আজিজুল হক উপজেলার নিতপুর সোহাতী গ্রামের মৃত তছির উদ্দিন মন্ডলের ছেলে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৭জুন/এআর)

মন্তব্য করুন