গজারিয়ায় স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন: সভাপতি মোজাম্মেল, সম্পাদক ফরাজি

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জুন ২০২৩, ২২:০৬| আপডেট : ১৮ জুন ২০২৩, ২২:১২
অ- অ+

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী না থাকায় মোজাম্মেল হক সভাপতি এবং সারোয়ার আহমেদ ফরাজি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রবিবার বিকাল ৪টার উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন মেঘনা ভিলেজ হলিডে রিসোর্ট প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হাজী মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব মো.সারোয়ার আহম্মেদ ফরাজীর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবু,সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আরিফুর রহমান টিটু।

অন্যন্যা অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেফায়েত উল্লাহ খান তোতাসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কমিটির নেতারা।

(ঢাকাটাইমস/১৮জুন/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ওয়্যার ৩৬৫’ চালু করলো ব্র্যাক ব্যাংক  
গাইবান্ধায় দেয়াল চাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু
চাঁদাবাজি বন্ধের দাবিতে ভৈরবে সিএনজিচালকদের সড়ক অবরোধ
সাইবার স্পেসেও নিষিদ্ধ আওয়ামী লীগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা