জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্যের জামিন আবেদন হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ

নিজস্ব প্রতিদেক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ জুন ২০২৩, ২০:০৭| আপডেট : ১৯ জুন ২০২৩, ২০:১২
অ- অ+

জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্য মো. রনি মিয়ার জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। সোমবার হাইকোর্টের বিচারপতি কামরুল হোসেন মোল্লা এবং বিচারপতি খন্দকার দীলিরুজ্জামানের একটি বেঞ্চ শুনানি শেষে জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দেন।

আসামি পক্ষে শুনানি করেন আইনজীবী নজরুল ইসলাম এবং রাষ্ট্র পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া।

২০২২ সালের ৪ ডিসেম্বর রাজধানীর গুলিস্তান ও নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন র‌্যাব-১১-এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. হাম্মাদ হোসেন। মামলার ছয়জন আসামি মধ্যে রয়েছেন শাহ মোহাম্মদ হাবিবুল্লাহ ওরফে হাবিব, নিয়ামত উল্লাহ, হোসাইন, রাকিব হাসান নিলয়, জাহেদ ওরফে জামিল ও রনি মিয়া।

(ঢাকাটাইমস/১৯জুন/এএ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দিনাজপুরে সড়কে ২ মোটরসাইকেল আরোহী নিহত
ভয়াবহ ধস নেমেছে ভারতের পর্যটন শিল্পে
সখীপুরে ইয়াবাসহ নারী কারবারি গ্রেপ্তার
এক ঝাঁক অভিনেত্রীর সঙ্গে মোশাররফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা