সাংবাদিক নাদিম হত্যা: রিমান্ড শেষে ৬ আসামি কারাগারে

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ জুন ২০২৩, ২৩:০৭

বহুল আলোচিত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলায় গ্রেপ্তারকৃত ১৩ আসামির মধ্যে ৬ আসামিকে ৩ দিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে ডিবি পুলিশ।

বুধবার (২১ জুন) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করেন।

আসামীরা হলেন- বালুগ্রাম সাধুরপাড়া এলাকার মৃত বাচ্চু খাজার ছেলে মো. কফিল উদ্দিন (৫৫), দক্ষিণ কুতুবের চর গ্রামের সিরাজের ছেলে মো. ফজলু মিয়া (৩৫) ও মো. শহিদ (৪০), মোল্লাপাড়া মসজিদপাড়া গ্রামের মৃত হাকিমের ছেলে মো. মকবুল (৩৫), সর্দারপাড়া মেরুরচর গ্রামের মো. আ. করিমের ছেলে মো. ওহিদুজ্জামান (৩০) ও কামালের বার্তী এলাকার মৃত জসি শেখের ছেলে জাকিরুল ইসলাম (৩৫)।

জামালপুর গোয়েন্দা সংস্থা (ডিবি) ওসি আরমান আলী জানান, নাদিম হত্যা মামলার ৬ জন আসামীকে তিন দিনের রিমান্ড শেষে বুধবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদেরকে জেলহাজতে পাঠিয়েছে।

উল্লেখ্য, এর আগে গত (১৮ জুন) সাংবাদিক নাদিম হত্যা মামলার গ্রেফতারকৃ আসামীদেরকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে ৫ দিনের রিমান্ডের আবেদন করে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তানভীর আহমেদ ৬জন আসামির ৩দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

(ঢাকাটাইমস/২১জুন/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :