মৌলভীবাজারে ১২০০ শিক্ষার্থীর মধ্যে বঙ্গবন্ধু মেধাবৃত্তি বিতরণ

'সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই’ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'র এই বানীকে সামনে রেখে মৌলভীবাজার পৌর এলাকার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১১২ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। প্রত্যেক মেধাবী শিক্ষার্থীকে দেওয়া হয় নগদ ২ হাজার টাকা ও বঙ্গবন্ধুর জীবনী নিয়ে রভিত একটি করে বই ও সনদপত্র ।
শনিবার (২৪ জুন) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এর সভাপতিত্বে। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,স্থানীয় সংসদ সদস্য নেছার আহমদ এমপি।
সহকারী কমিশনার মলি আক্তার'র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোমমহান, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মছবাহুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মহসিন,পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান,জেলা শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান।
বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।(ঢাকাটাইমস২৪জুন/এআর)

মন্তব্য করুন