ঈদে বাংলাবান্ধা স্থলবন্দরে ৬ দিন বন্ধ থাকবে আমদানি রপ্তানি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মঙ্গলবার থেকে টানা ৬ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি রপ্তানি।
সোমবার সকালে বাংলাবান্ধা আমদানি রপ্তানি গ্রুপ এই তথ্য নিশ্চিত করেন।
বাংলাবান্ধা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্থলবন্দর কাস্টমস, বাংলাবান্ধা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও বাংলাবান্ধা আমদানি রপ্তানিকারক গ্রুপের সিদ্ধান্ত মতে মঙ্গলবার (২৭ জুন) সকাল থেকে ২ জুলাই রবিবার পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি রপ্তানি বন্ধ থাকবে।
আগামী ৩ জুলাই সোমবার থেকে তেঁতুলিয়ার বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে আবারও পণ্য আমদানি ও রপ্তানি কার্যক্রম শুরু হবে। তবে স্থলবন্দর বন্ধের সময়েও বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ-ভারত যাতায়াত স্বাভাবিক স্বাভাবিক থাকবে বলে জানানো হয়।।
(ঢাকাটাইমস/২৬জুন/এআর)

মন্তব্য করুন