নারায়ণগঞ্জ-৩ আসনে নৌকার মাঝি হতে চান মাহফুজুর রহমান

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ জুন ২০২৩, ২৩:০৪ | প্রকাশিত : ৩০ জুন ২০২৩, ২২:৫৮

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এখনো ঢের বাকি থাকলেও নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ভোটের হাওয়া ছড়াচ্ছে নানাভাবেই। এর মধ্যেই সোনারগাঁও উপজেলা নিয়ে গঠিত নারায়নোগঞ্জ-৩ আসনে নির্বাচন করার আগ্রহের কথা জানালেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান প্রস্তাবিত কমিটির সদস্য মাহফুজুর রহমান কালাম। জাতীয় নির্বাচনে তিনি নৌকা প্রতীক তথা আওয়ামী লীগের প্রার্থী হতে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শীর্ষ নেতাদের দৃষ্টি আকর্ষণ করেছেন।

শুক্রবার (৩০ জুন) বিকেল ৪ টায় সোনারগাঁ পৌরসভার নিজ বাড়ি চামেলী ভিলাতে ঈদুল আযহা পরবর্তী পুনর্মিলনী ও মতবিনিময় সভায় সাংবাদিকদের সাথে বর্তমান সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন বিষয় তুলে ধরেন ছাত্র রাজনীতি থেকে শুরু করে ৩৮ বছরের রাজনীতি ক্যারিয়ারে পা দেয়া মাহফুজুর রহমান কালাম।

তিনি বলেন, সোনারগাঁওয়ের এই আসনে ২০০৮ সালের পর সর্বশেষ দুটি জাতীয় সংসদ নির্বাচনেই মহাজোটের শরিক দল হিসেবে জয় পেয়েছেন জাতীয় পার্টির এমপি লিয়াকত হোসেন খোকা। আমি সেই দুটি নির্বাচনেই নৌকার প্রার্থী হতে চেয়েছিলাম কিন্তু দলের স্বার্থে নিজেকে বিসর্জন দিয়ে এসেছি। বর্তমানে দলকে সোনারগাঁ তথা নারায়ণগঞ্জের এই অঞ্চলে আরো শক্তিশালী করতে নৌকার এমপির বিকল্প নেই। তাই এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের আক্ষেপ ঘোচাতে নৌকার প্রার্থী হতে চাই। তৃণমূল নেতাকর্মীদের সহায়তায় সোনারগাঁওয়ের জয় দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সাংবাদিকদের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সংবাদ সম্মেলন ও পরিচিতি সভা সংক্রান্ত প্রশ্নের জবাবে মাহফুজুর রহমান কালাম বলেন, আমার ৩৮ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে কখনো আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির পরিচিতি সভা হতে দেখিনি। এটা সাংগঠনিক দূর্বলতার বহিঃপ্রকাশ। এই প্রস্তাবিত কমিটিতে মাদকসেবী, মাদক বিক্রেতা, হত্যা মামলার আসামী জায়গা পেয়েছেন তাই এই কমিটি চূড়ান্ত অনুমোদন পাওয়া নিয়েও অনিশ্চয়তা কাজ করছে।

এসময় তিনি কেন আওয়ামী লীগের নৌকার মাঝি হওয়ার দৌড়ে যোগ্য প্রার্থী তার বিভিন্ন দিক তুলে ধরেন। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা ইসহাক মোল্লা প্রমুখ।

(ঢাকাটাইমস/৩০জুন/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

থানায় নির্যাতনের অভিযোগে ১৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ

কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের নেতার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন

মাদারীপুরে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

বগুড়ায় নকল সোনার মূর্তি দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ২

দুর্বৃত্তের আগুনে পুড়ল নোয়াখালী যুবলীগের যুগ্ম আহ্বায়কের দোতলা বাড়ি

নারায়ণগঞ্জে ছাত্রদলের সব ইউনিটের কমিটি বিলুপ্ত

খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিয়ে টানাপোড়েন

নাটোরে বৈষম্যবিরোধী শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি ও মানববন্ধন

কসবা সীমান্ত থেকে ভারতীয় বিপুল পরিমাণ শাড়ি- থ্রিপিস জব্দ

সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

এই বিভাগের সব খবর

শিরোনাম :